ইরানের হরমুজ দ্বীপ যেন ‘রংধনু উপত্যকা’
https://parstoday.ir/bn/news/iran-i87366-ইরানের_হরমুজ_দ্বীপ_যেন_রংধনু_উপত্যকা’
ইরানের হরমুজগান প্রদেশে ছোট-বড় মিলিয়ে চৌদ্দটি দ্বীপ রয়েছে। উপকূলের সবচেয়ে কাছের দ্বীপটি হলো ‘হরমুজ’। পুরো হরমুজ দ্বীপটি যেন একটি রংধনু উপত্যকা! এ দ্বীপের কালো, সাদা, হলুদ, লাল ও নীল খনিজ রংগুলো একটি দুর্দান্ত ল্যান্ডস্কেপ তৈরি করেছে যা দর্শনার্থীদের বেশ টানে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১৬:৫৬ Asia/Dhaka

ইরানের হরমুজগান প্রদেশে ছোট-বড় মিলিয়ে চৌদ্দটি দ্বীপ রয়েছে। উপকূলের সবচেয়ে কাছের দ্বীপটি হলো ‘হরমুজ’। পুরো হরমুজ দ্বীপটি যেন একটি রংধনু উপত্যকা! এ দ্বীপের কালো, সাদা, হলুদ, লাল ও নীল খনিজ রংগুলো একটি দুর্দান্ত ল্যান্ডস্কেপ তৈরি করেছে যা দর্শনার্থীদের বেশ টানে।

হরমুজ দ্বীপে লাল অক্সাইড মাটিসমৃদ্ধ একটি পাহাড় রয়েছে, যাকে বলা হয় ‘জেলাক’। এই লাল মাটি শিল্পের জন্য মূল্যবান খনিজ হিসেবে ব্যবহৃত হয়।

হরমুজ দ্বীপের লাল সৈকত এবং লাল তরঙ্গকে দেখতে অসম্ভব রকম সুন্দর মনে হয়। তীরে চলার সময় এমন কিছু জায়গায় দেখা যায় যেখানে ৭২ রকমের ধাতব যৌগের সাথে বালিমিশ্রিত হয়ে ঝকঝকে ও লাল চিকচিকে দেখায় বিশেষত সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়ে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।