গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে আইএইএ’কে সতর্ক করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i87694-গোপন_তথ্য_ফাঁস_হয়ে_যাওয়ার_ব্যাপারে_আইএইএ’কে_সতর্ক_করল_ইরান
সদস্য দেশগুলোর গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’কে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে এই সংস্থাকে তার কার্যপদ্ধতিকে ঢেলে সাজাতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২১ ১৪:৫০ Asia/Dhaka
  • গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে আইএইএ’কে সতর্ক করল ইরান

সদস্য দেশগুলোর গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’কে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে এই সংস্থাকে তার কার্যপদ্ধতিকে ঢেলে সাজাতে হবে।

ইরানের পক্ষ থেকে এনপিটি’র সম্পূরক প্রটোকল থেকে বেরিয়ে আসার ব্যাপারে দেয়া সময়সীমা নিয়ে আলোচনার জন্য যখন আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি তেহরান সফর করছেন তখন এ সতর্কবাণী উচ্চারণ করল তেহরান।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, “দুঃখজনকভাবে আইএইএ’র সদস্য দেশগুলোর গোপন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে তা অসন্তুষ্টি ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে বিগত বছরগুলো ইরান মৌখিক ও লিখিত অভিযোগ জানিয়েও কোনো ফল পায়নি।”

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, নিঃসন্দেহে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ইরানের গোপন তথ্য গণমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। কাজেই আইএইএ’কে তার নিরপেক্ষতা রক্ষা করার স্বার্থে হলেও এ ব্যাপারে পেশাদারিত্বের পরিচয় দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।