করোনার ঝুঁকি থাকায় এবারও নববর্ষে সফর করবেন না ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i88390-করোনার_ঝুঁকি_থাকায়_এবারও_নববর্ষে_সফর_করবেন_না_ইরানের_সর্বোচ্চ_নেতা
করোনা মহামারির কারণে এবারও ফার্সি নববর্ষে কোনো সফর করবেন না বলে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতেুল্লাহিল উজমা খামেনেয়ী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৮, ২০২১ ১৬:৪৩ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা
    সর্বোচ্চ নেতা

করোনা মহামারির কারণে এবারও ফার্সি নববর্ষে কোনো সফর করবেন না বলে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতেুল্লাহিল উজমা খামেনেয়ী।

এ তথ্য জানিয়েছে সর্বোচ্চ নেতার বাংলা ভাষার অফিসিয়াল ফেইসবুক পেইজ ।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গত ফার্সি নববর্ষ নওরোজে দেশবাসী করোনা মোকাবেলা বিষয়ক কর্মকর্তাদের দিকনির্দেশনা মেনে চলেছেন, এর ফলে বড় দুর্যোগ থেকে রক্ষা পাওয়া গেছে।

আসন্ন নওরোজেও ব্যাপক ঝুঁকি রয়েছে। এ ক্ষেত্রে করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্স যা বলবে তা মেনে চলতে হবে। তারা যদি সফরে যেতে মানা করে তাহলে তা মানতে হবে। আমিও নওরোজে কোনো সফরে যাব না।

তিনি আরও বলেন, জাতীয় টাস্কফোর্স এ বিষয়ে যা বলে আমি তা মেনে চলি।

করোনার কারণে গত বছরের নওরোজেও কোনো সফর করেননি ইরানের সর্বোচ্চ নেতা।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা ফার্সি নববর্ষ উপলক্ষে প্রতি বছর মাশহাদে যেতেন, সেখানে ইমাম রেজা (আ.)'র মাজার জিয়ারত করতেন এবং সেখান থেকেই নববর্ষের বাণী দিতেন। মাশহাদ হচ্ছে সর্বোচ্চ নেতার জন্মশহর।

আগামী ২১ মার্চ হচ্ছে ইরানে ফার্সি নববর্ষের প্রথম দিন।#  

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।