মার্কিন সন্ত্রাসী কার্যকলাপের কারণে বিদায়ী ফার্সি বছর কষ্টকর ছিল: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i88750-মার্কিন_সন্ত্রাসী_কার্যকলাপের_কারণে_বিদায়ী_ফার্সি_বছর_কষ্টকর_ছিল_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকাকে নিজের ভুল সংশোধন করতে হবে। আর এটা করা হলে ইরান ছাড়াও গোটা অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থাগুলো তা থেকে উপকৃত হবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ১৬, ২০২১ ১৮:২৫ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকাকে নিজের ভুল সংশোধন করতে হবে। আর এটা করা হলে ইরান ছাড়াও গোটা অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থাগুলো তা থেকে উপকৃত হবে।

তিনি আজ (মঙ্গলবার) পানি ও জ্বালানি খাতের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এসব কথা বলেন।

রুহানি আরও বলেন, অর্থনৈতিক যুদ্ধ এবং করোনা মহামারি চলাকালে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন থেকে এটা প্রমাণিত হয়েছে যে, ইরানি জাতি, ইরানি তরুণেরা ও ইরানি প্রকৌশলীরা মাঠে সক্রিয় রয়েছে।

তিনি বলেন, আমেরিকা হচ্ছে অপরাধী, দেশটি এ পর্যন্ত ইরানি জাতির বিরুদ্ধে বড় ধরণের জুলুম করেছে। বর্তমান মার্কিন সরকার আগের সরকারের ভুলের কথা স্বীকার করলেও গত দুই মাসে ভুল সংশোধনের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা মুখে নানা কথা বললেও কোনো কাজ করছে না। আশাকরি তারা যুক্তি-বিবেক, আইন ও নীতির পথে ফিরে আসবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সন্ত্রাসী তৎপরতার কারণে বিদায়ী ফার্সি বছর ইরানিদের জন্য কষ্টকর ছিল বলে তিনি উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা এখনও তার সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে।

রুহানি বলেন, বিদায়ী ফার্সি বছরে আমেরিকার সন্ত্রাসী কার্যকলাপের কারণে দেশের অর্থনৈতিক তৎপরতা এবং আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে, এমনকি করোনার টিকা কেনার ক্ষেত্রেও সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়েছে।#  

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।