‘রুহানি সরকার পরবর্তী প্রেসিডেন্টের কাছে নিষেধাজ্ঞামুক্ত দেশ উপহার দেবে’
https://parstoday.ir/bn/news/iran-i88824-রুহানি_সরকার_পরবর্তী_প্রেসিডেন্টের_কাছে_নিষেধাজ্ঞামুক্ত_দেশ_উপহার_দেবে’
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি বলেছেন, ইরানের বর্তমান সরকার দেশকে নিষেধাজ্ঞামুক্ত করার পাশাপাশি করোনার ব্যাপকভিত্তিক টিকা প্রদান করার পর নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তিনি বুধবার বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৮, ২০২১ ০৫:৫৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দফতর প্রধান মাহমুদ ওয়ায়েজি
    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দফতর প্রধান মাহমুদ ওয়ায়েজি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি বলেছেন, ইরানের বর্তমান সরকার দেশকে নিষেধাজ্ঞামুক্ত করার পাশাপাশি করোনার ব্যাপকভিত্তিক টিকা প্রদান করার পর নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তিনি বুধবার বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

আগামী শনিবার (২০ মার্চ) ফার্সি ১৩৯৯ সালের সমাপ্তি হবে এবং রোববার থেকে ১৪০০ সাল শুরু হবে। ওই বছরের তৃতীয় মাসে অর্থাৎ ২০২১ সালের জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ফার্সি ১৪০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে গেছে কিনা- ইরানপ্রেসের এমন এক প্রশ্নের জবাবে ওয়ায়েজি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই; কারণ পরবর্তী সরকার হবে বর্তমান সরকারেরই ধারাবাহিকতা এবং বর্তমান সরকার জনগণের সেবা করাকে নিজের একমাত্র দায়িত্ব বলে মনে করে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

প্রেসিডেন্ট রুহানির চিফ অব স্টাফ বলেন, প্রথম দিন থেকেই নিষেধাজ্ঞা ছিল একটি উৎপীড়ন যা মার্কিন সরকার ইরানি জনগণের সঙ্গে করেছে। কাজেই মার্কিন সরকার যাতে দ্রুততম সময়ের মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সেজন্য হাসান রুহানি সরকার চেষ্টা করছে।

এদিকে, আমেরিকা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা করার যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছেন মাহমুদ ওয়ায়েজি।  তিনি বলেছেন, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে ইরান আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় কোনো আলোচনা করেনি এবং এই মুহূর্তে দ্বিপক্ষীয় আলোচনা করার কোনো ইচ্ছাও তেহরানের নেই।

অবশ্য তিনি একথাও বলেছেন, ইউরোপের কিছু চ্যানেল আছে যারা [আমেরিকার কাছ থেকে] বার্তা নিয়ে আসে। তারা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে আমেরিকার দাবিদাওয়া ইরানের কাছে পৌঁছে দেয়।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।