৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইরানের বৈজ্ঞানিক সক্ষমতার প্রমাণ: চিফ অব স্টাফ
https://parstoday.ir/bn/news/iran-i90218-৬০_মাত্রায়_সমৃদ্ধকরণ_ইরানের_বৈজ্ঞানিক_সক্ষমতার_প্রমাণ_চিফ_অব_স্টাফ
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি বলেছেন, তার দেশে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু হওয়ার ঘটনা ইরানের বৈজ্ঞানিক উন্নতি ও সক্ষমতার প্রমাণ। ইরানের গোটা পরমাণু কর্মসূচি বেসামরিক কাজে ব্যবহারের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৭, ২০২১ ০৪:৪৭ Asia/Dhaka
  • মাহমুদ ওয়ায়েজি
    মাহমুদ ওয়ায়েজি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি বলেছেন, তার দেশে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু হওয়ার ঘটনা ইরানের বৈজ্ঞানিক উন্নতি ও সক্ষমতার প্রমাণ। ইরানের গোটা পরমাণু কর্মসূচি বেসামরিক কাজে ব্যবহারের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, বেসামরিক কাজে ব্যবহারের লক্ষ্যে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘটনা ইরানের অগ্রগতি, উন্নতি ও সক্ষমতার প্রমাণ। সেইসঙ্গে এর মাধ্যমে ইরান তার শত্রুদের একথা জানিয়ে দিতে চায় যে, পরমাণু প্রযুক্তিকে ইরানি বিজ্ঞানীরা আত্মস্থ করেছেন। ফলে এদেশের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে কিংবা দু’একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে এই কর্মসূচি বন্ধ করা যাবে না।

গত রোববার সকালে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সাইবার প্রযুক্তি ব্যবহার করে নাশকতামূলক হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করে, এর ফলে এই স্থাপনার কয়েক হাজার সেন্ট্রিফিউজের ক্ষতি হয়েছে। 

নাতাঞ্জ পরমাণু স্থাপনার নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ 

তা সত্ত্বেও গতকাল (শুক্রবার) থেকে ইরান ওই নাতাঞ্জ স্থাপনায়ই শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এতদিন পর্যন্ত সর্বোচ্চ ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পর এখন এ কথা পরিষ্কার হয়েছে, ইরান যেকোন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম।  তিনি আরো বলেন, নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে অন্তর্ঘাতমূলক হামলার পরও উৎপাদন অব্যাহত রয়েছে। সালেহি জানান, মাত্র দুই দিনে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্ভব হয়েছে এবং প্রতি ঘন্টায় এখন ৬০ মাত্রায় নয় গ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।