বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভরতার পথে ইরান, এটা গর্বের: প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i89796-বিজ্ঞান_ও_প্রযুক্তি_ক্ষেত্রে_স্বনির্ভরতার_পথে_ইরান_এটা_গর্বের_প্রেসিডেন্ট_রুহানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ক্রমেই স্বনির্ভর হয়ে উঠছে। এটা গোটা জাতির জন্যই গর্বের বিষয়। তিনি আজ (বৃহস্পতিবার) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পাঁচটি জাতীয় প্রকল্পের উদ্বোধনের সময় এ কথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ০৮, ২০২১ ১৭:৪২ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ক্রমেই স্বনির্ভর হয়ে উঠছে। এটা গোটা জাতির জন্যই গর্বের বিষয়। তিনি আজ (বৃহস্পতিবার) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পাঁচটি জাতীয় প্রকল্পের উদ্বোধনের সময় এ কথা বলেন।

রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধনের সময় আরও বলেন, ইরান ক্রমেই স্বনির্ভর হয়ে উঠছে। যেসব প্রকল্প উদ্বোধন করা হয়েছে সেগুলো দেশকে আরও বেশি স্বনির্ভর করে তুলবে। অনেক পণ্যই আর আমদানি করতে হবে না। 

ইরানের প্রেসিডেন্ট বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের সব জল্লাদকে ছাড়িয়ে গেছে। তিনি এমন এক অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছিলেন যা ইতিহাসে নজিরবিহীন। ইরানি জনগণের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও তারা কোনো ধরনের ছাড় দেয়নি। ওষুধ ও টিকার প্রয়োজনীয়তার বিষয়টিও বিবেচনায় নেয়া হয়নি। টিকা কেনার জন্য অর্থ লেনদেনেও মারাত্মক সমস্যা তৈরি করা হয়েছে। যদিও আমেরিকা নিজেও করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এরপরও তারা পরিস্থিতি উপলব্ধি করে এই পথ থেকে সরেনি।

রুহানি আরও জানান,আমেরিকা এখন নিজেই তাদের ভুল নীতির কথা স্বীকার করছে। তারাই বলছে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।