এপ্রিল ২২, ২০২১ ১২:১২ Asia/Dhaka
  • কারাজের কন্দর গ্রামে টিউলিপ বাগান
    কারাজের কন্দর গ্রামে টিউলিপ বাগান

রং, রূপ আর আকৃতির কারণে পৃথিবীর সেরা কয়েকটি ফুলের মধ্যে অন্যতম টিউলিপ বা ললেহ। টিউলিপ ফুল হলো দৃঢ় সংকল্পের প্রতীক। পারস্য তথা ইরানে লাল টিউলিপকে ভালোবাসার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়। আর হলুদ টিউটিপ সূর্যের সাথে তুলনীয়।

ইরানে বসন্তে এ ফুল ফোটে। এটি সবসময় প্রস্ফুটিত অবস্থায় থাকে না। সূর্যের আলোয় নিজেকে মেলে ধরলেও আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে টিউলিপ নিজেকে গুটিয়ে নেয়। অবগুন্ঠনের প্রতি মানুষের সহজাত একটি আকর্ষণ আছে। এ কারণে টিউলিপের আবেদন সম্ভবত আরও বেশি।

টিউলিপের আদি বাসস্থান পারস্যে। ষোড়শ শতাব্দীতে অটোমান সম্রাজ্যের সুলতানদের সময় তুরস্ক ও ইরানে টিউলিপের চাষ বিস্তার লাভ করে। তখন মূলত অভিজাত এবং রাজ পরিবারের সদস্যরা এ ফুলের চাষ করতো। ষোড়শ শতকের প্রথম দিকে ইউরোপ ও নেদারল্যান্ডসে টিউলিপ ছড়িয়ে পড়ে।

পারস্যের কবি হাফিজ, ওমর খৈয়াম, শেখ সাদি, ফেরদৌসীর অনেক লেখায় টিউলিপের কথা এসেছে। তুরস্কের লোকজন টিউলিপ বাগানকে স্বর্গের উদ্যানের সঙ্গে তুলনা করে থাকে। এটি তাদের জাতীয় ফুলও। তাদের জাতীয় বিমান সংস্থা ‘তার্কিস এয়ার’-এর মনোগ্রামে গ্রে টিউলিপ স্থান পেয়েছে।

১৯৭৯ সালের ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে টিউলিপ ফুল জাতীয় প্রতীকে রূপান্তরিত হয়েছে। ইরানের জাতীয় পতাকার মাঝখানে আরবি ‘আল্লাহ’ শব্দটি টিউলিপ ফুলের আদলে তৈরি। লাল টিউলিপ ফুলটি বিপ্লবে শহীদদের প্রতিকায়িত করে। ইরানের জাতীয় সঙ্গীতের শুরুতে যে মিউজিক, সেখানেও এই ফুলের প্রতীকি ব্যবহার রয়েছে।

ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী নগরী কারাজের কন্দর গ্রামে ৩.৫ হেক্টর জমিতে টিউলিপের বিশাল বাগান রয়েছে। এবার বাগানটিতে ছিল প্রায় ৩০ ধরনের ২১ লাখ টিউলিপ। এই টিউলিপ বাগান ইতোমধ্যেই ইরানের টিউলিপ রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

 

ট্যাগ