ইহুদিবাদী ইসরাইলকে সহজে ছেড়ে দেয়া হবে না: জেনারেল বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i90688
ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের বোধশক্তি জাগ্রত করে দেবে। মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রোববার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২৬, ২০২১ ০৬:১০ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের বোধশক্তি জাগ্রত করে দেবে। মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রোববার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনগুলো সম্প্রতি যে তৎপরতা দেখিয়েছে এবং সামনের দিনগুলোতে যা করবে তাতে ইসরাইলের শুভবুদ্ধির উদয় হবে।

জেনারেল বাকেরি বলেন, “ইহুদিবাদীরা ধরে নিয়েছিল তারা স্থায়ীভাবে সিরিয়ার ভূমিতে হামলার পাশাপাশি বিভিন্ন স্থানে ও সাগরে নিজেদের কুকর্ম চালিয়ে যাবে এবং এর কোনো জবাব পাবে না।”

তিনি বলেন, “গত কয়েকদিনে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে এবং সামনেও তাদের স্বার্থে যেসব আঘাত হানা হবে তাতে নিঃসন্দেহে তাদের বোধশক্তি জাগ্রত হবে।”

সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের সবচেয়ে স্পর্শকাতর সামরিক পরমাণু স্থাপনা দিমোনার ৩০ কিলোমিটারের মধ্যে আঘাত হানার কয়েকদিন পর জেনারেল বাকেরি এ বক্তব্য দিলেন। এছাড়া, শনিবার গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ৪০টি রকেট নিক্ষেপ করেন। এসব রকেট একের পর এক আঘাত হানার ফলে গোটা ইসরাইল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং ইহুদিবাদীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেনারেল বাকেরি ইসরাইলের দুষ্কর্মের কথা উল্লেখ করতে গিয়ে তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সাইবার হামলা ও আন্তর্জাতিক পানি সীমায় ইরানি তেল ট্যাংকারগুলোতে হামলার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা এসব অপকর্মের হোতাদের ব্যাপারে কিছু বলব না এবং এর পেছনে কারা জড়িত তাও ঘোষণা করব না। তবে প্রতিরোধ ফ্রন্টগুলো ইহুদিবাদীদেরকে  উপযুক্ত জবাব দেবে।” ইহুদিবাদী ইসরাইল যদি তার অপকর্ম চালিয়ে যায় তাহলে ইরানের জবাব কি হবে- এমন প্রশ্নের জবাবে জেনারেল বাকেরি বলেন, “ইরানের সম্ভাব্য জবাব এখনই স্পষ্ট করা যাবে না তবে ইহুদিবাদী ইসরাইলকে সহজে ছেড়ে দেয়া হবে না।”#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।