আজ বিশ্ব কুদস দিবস: ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i91252-আজ_বিশ্ব_কুদস_দিবস_ভাষণ_দিচ্ছেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
আজ শুক্রবার বিশ্ব কুদস দিবস। করোনাভাইরাসের কারণে ইরানে এবার গণমিছিল ও গণজমায়েতের আয়োজন করা হয়নি। তবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৭, ২০২১ ১৪:২৩ Asia/Dhaka
  • আজ বিশ্ব কুদস দিবস: ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা

আজ শুক্রবার বিশ্ব কুদস দিবস। করোনাভাইরাসের কারণে ইরানে এবার গণমিছিল ও গণজমায়েতের আয়োজন করা হয়নি। তবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শহরগুলোতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে এবং বিভিন্ন স্কয়ারে দখলদার ইসরাইলের পতাকায় আগুন দেওয়া হয়েছে।

বিশ্ব কুদস দিবস উপলক্ষে এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গোটা বিশ্বের মুসলমানদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন।

সর্বোচ্চ নেতার ভাষণ ইরানের আন্তর্জাতিক রেডিও-টিভি চ্যানেলসহ সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছিলেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে ১৯৭৯ সাল থেকে বিশ্বব্যাপী এ দিবস পালন করা হয়।

ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলার শহর আল-কুদস বা বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করার মহান লক্ষ্যে এ দিবস পালন করার আহ্বান জানান ইমাম খোমেনী (রহ.)।

প্রতি বছর ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে কুদস দিবসে ব্যাপক ইসরাইল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে চলতি বছর করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের বেশিরভাগ দেশে কুদস দিবসের মিছিল-সমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে এসব দেশেও অনলাইন সেমিনারসহ নানা আয়োজন চলছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।