সরিষা চাষেও পিছিয়ে নেই ইরানের কৃষকরা
মে ১০, ২০২১ ১৮:৪৭ Asia/Dhaka
সরিষা চাষ করে জীবিকা নির্বাহ করে ইরানের বহু কৃষক। এ এলাকার কৃষকরা এখন সরিষা তুলে নিজেদের ব্যস্ততম সময় পার করছেন।
ইরানের ইয়াসুজ শহরের গাজসরান এলাকায় প্রায় ৮৭৫ হেক্টর জমিতে এবার সরিষা চাষ করেছে শুধুমাত্র এ এলাকার কৃষকরা।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন
ট্যাগ