ইসরাইলের বিরুদ্ধে বিজয়ে আয়াতুল্লাহ খামেনেয়ীকে জিহাদ আন্দোলনের অভিনন্দন
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ১২ দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ার ঘটনায় ফিলিস্তিনি জাতির পাশে থাকার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা।
তিনি গতকাল (শনিবার) আয়াতুল্লাহ খামেনেয়ীকে লেখা এক চিঠিতে ফিলিস্তিনি জনগণের এ বিশাল বিজয় উপলক্ষে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন।
চিঠিতে নাখালা বলেন, তিনি ইসলামি জিহাদের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিশাল বিজয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানাচ্ছেন।
নাখালা তার চিঠিতে বলেন, ইসরাইলের বিরুদ্ধে সাম্প্রতিক ‘অপারেশন শোর্ড অব আল-কুদস’ পরিচালনা এবং এর বিজয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি আয়াতুল্লাহ খামেনেয়ীর সুস্পষ্ট সমর্থন ও পৃষ্ঠপোষকতা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব তার চিঠিতে বলেন, ইহুদিবাদী শত্রুর কথিত সামরিক শ্রেষ্ঠত্ব সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধারা পূর্ণ শক্তি, উদ্যোম ও সাহস নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছেন; যার পেছনে ছিল ইরানের পরিপূর্ণ সমর্থন ও পৃষ্ঠপোষকতা। নাখালা বলেন, গাজা যুদ্ধে ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ সংগঠনগুলো বিজয়ী হয়েছে। পাশাপাশি এ যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের স্বরূপ উন্মোচিত হয়েছে এবং এই দখলদার শক্তি যে মাকড়সার জালের চেয়েও দুর্বল তা আরেকবার প্রমাণিত হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।