কিশে ড্রোন সার্ভিস প্রযুক্তির উদ্বোধন করল ইরানের ডাক বিভাগ
মে ২৭, ২০২১ ১৭:০২ Asia/Dhaka
ইরান প্রথমবারের মত কিশ দ্বীপে পাইলট বিহীন বিমান বা ড্রোন প্রযুক্তির মাধ্যেমে ডাক সার্ভিস উদ্বোধন করেছে।
আজ সকালে ইরানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বা আইসিটি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি ডাক বিভাগের জন্য অবকাঠামোমূলক তিনটি প্রকল্পের উদ্বোধন করেন। তথ্য প্রযুক্তি মন্ত্রী কিশ দ্বীপ এলাকায় হোদা ও হাদি নামে দুটি ড্রোন সার্ভিস চালু করার ঘোষণা করেন।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ