ইরানের নির্বাচনের প্রচারের সময় শেষ; খুব সকালে ভোট দেবেন সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i93260-ইরানের_নির্বাচনের_প্রচারের_সময়_শেষ_খুব_সকালে_ভোট_দেবেন_সর্বোচ্চ_নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আগামীকাল (শুক্রবার) সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১৭, ২০২১ ১৫:২৩ Asia/Dhaka
  • ভোট দিচ্ছেন সর্বোচ্চ নেতা (পুরনো ছবি)
    ভোট দিচ্ছেন সর্বোচ্চ নেতা (পুরনো ছবি)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আগামীকাল (শুক্রবার) সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বোচ্চ নেতার দপ্তর থেকে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টায় তিনি ভোট দেবেন।

আগামীকাল শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনসহ মোট চারটি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সারাদেশে সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। প্রয়োজনে ভোটদানের সময় রাত ২টা পর্যন্ত বাড়ানো যাবে। পরের দিন শনিবার দুপুরের আগেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামীকালের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন সাত জন। তিন জন সরে দাঁড়ানোয় এখন প্রার্থী রয়েছেন চারজন।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিনে  গ্রাম ও শহর পরিষদের মূল নির্বাচন এবং জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ স্থানীয় সময় ভোর ৭টায় নির্বাচনী প্রচারের সময় শেষ হয়ে গেছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।