ভোট দিচ্ছেন প্রবাসী ইরানিরা; বিশ্বের ১০১ দেশে খোলা হয়েছে ৪৫০ ভোটকেন্দ্র
https://parstoday.ir/bn/news/iran-i93326-ভোট_দিচ্ছেন_প্রবাসী_ইরানিরা_বিশ্বের_১০১_দেশে_খোলা_হয়েছে_৪৫০_ভোটকেন্দ্র
ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ইরানিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানে ইরানের স্থানীয় সময় সকাল ৭টারও অনেক আগে ভোটগ্রহণ শুরু হয়।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুন ১৮, ২০২১ ১০:৪০ Asia/Dhaka
  • প্রবাসী ইরানি নাগরিকরা মূলত ইরান দূতাবাস বা বিভিন্ন শহরে ইরানি কনস্যুলেটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন
    প্রবাসী ইরানি নাগরিকরা মূলত ইরান দূতাবাস বা বিভিন্ন শহরে ইরানি কনস্যুলেটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন

ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ইরানিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানে ইরানের স্থানীয় সময় সকাল ৭টারও অনেক আগে ভোটগ্রহণ শুরু হয়।

নিউজিল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টায় (ইরান সময় ভোররাত আড়াইটা) ভোট দিতে শুরু করেন প্রবাসী ইরানিরা। তাদের ভোট দেয়ার জন্য রাজধানী ওয়েলিংটনের পাশাপাশি অপর দুই শহর অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে তিনটি ভোটকেন্দ্র খোলা হয়েছে।

অস্ট্রেলিয়া প্রবাসী ইরানিদের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৯টায় (ইরান সময় ভোররাত সাড়ে তিনটা)। অস্ট্রেলিয়ার দু’টি শহরে ভোট দিতে পারছেন ইরানি নাগরিকরা। রাজধানী ক্যানবেরার পাশাপাশি সিডনি শহরেও একটি ভোটকেন্দ্র খোলা হয়েছে।

জাপান প্রবাসী ইরানি নাগরিকদের জন্য রাজধানী টোকিওতে একটি ভোটকেন্দ্র খোলা হয়েছে। এদিকে ইরানের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ আফগানিস্তানেও আজ সকালে প্রবাসী ইরানি নাগরিকদের জন্য ভোটকেন্দ্র খোলা হয়েছে। দেশটির রাজধানী কাবুলের পাশাপাশি হেরাত, মাজার শরিফ ও কান্দাহার শহরে ভোট দিতে পারছেন ইরানি নাগরিকরা। তালেবান সহিংসতার মধ্যেই প্রবাসী ইরানিরা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আফগান সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বছর বিশ্বের ১০১টি দেশে প্রবাসী ইরানি নাগরিকদের ভোট দেয়ার জন্য ৪৫০টি কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে।  এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই ২৭টি ভোটকেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আমেরিকা প্রবাসী ইরানি নাগরিকেরা যাতে সহজেই ভোট প্রদান করতে পারেন সে লক্ষ্যে এ ব্যবস্থা করা হচ্ছে।

ওয়াশিংটন ডিসির পাশাপাশি আমেরিকার ১৮টি অঙ্গরাজ্যে ভোট প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। কোনো কোনো অঙ্গরাজ্যে একাধিক ভোটকেন্দ্র খোলা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় থাকবে তিনটি ভোটকেন্দ্র। সময়ের পার্থক্যের কারণে শুক্রবার ইরান সময় বিকেলের দিকে আমেরিকায় ভোটগ্রহণ শুরু হবে।

তবে বরাবরের মতো এবারও কানাডা সরকার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটকেন্দ্র খোলার অনুমতি দেয়নি। কিন্তু সেখানে বহু ইরানি নাগরিক বাস করেন। তবে তাদের ভোট দেয়ার জন্য আমেরিকার কানাডা সীমান্তবর্তী শহর বুফালোতে ভোটকেন্দ্র খোলা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।