শত্রুর ষড়যন্ত্রকে সুযোগে পরিণত করেছে ইরান: জেনারেল সালামি
-
জেনারেল সালামি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুরা চার দশক ধরে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি বরং এর ফলে ইসলামী ব্যবস্থা আরও শক্তিশালী ও দৃঢ় হয়েছে।
আইআরজিসি’র সেন্ট্রাল কমান্ডে প্রাদেশিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
জেনারেল সালামি আরও বলেন, যে জাতি ধর্মীয় মূল্যবোধ, ঈমানি শক্তি, নৈতিকতা, আধুনিকতা, উন্নতি, স্বাধীনতা ও নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগামী কেবল তাকেই আদর্শ জাতি বলা চলে।
আইআরজিসি’র শীর্ষ কমান্ডার বলেন, শত্রুরা আমাদের ইসলামী শাসন ব্যবস্থার সামনে যেসব বাধা-বিপত্তি তৈরি করেছে তা যদি অন্য কোনো ব্যবস্থার বিরুদ্ধে করা হতো তাহলে তা নিশ্চিতভাবে ভেঙে পড়তো। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান ক্রমেই শক্তিশালী হয়েছে। শত্রুর প্রতিটি ষড়যন্ত্রের মোকাবেলায় ইরানের ইসলামী সরকার ব্যবস্থার ভিত্তি সুদৃঢ় হয়েছে।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।