আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে এখনই বন্দি বিনিময়ে প্রস্তুত ইরান: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i94748-আমেরিকা_ও_ব্রিটেনের_সঙ্গে_এখনই_বন্দি_বিনিময়ে_প্রস্তুত_ইরান_মুখপাত্র
ইসলামী প্রজাতন্ত্র ইরান বন্দি বিনিময় বিষয়ক সমঝোতা বাস্তবায়নে সব সময় প্রস্তুত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (রোববার) এ কথা বলেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ১৮, ২০২১ ১৭:২২ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামী প্রজাতন্ত্র ইরান বন্দি বিনিময় বিষয়ক সমঝোতা বাস্তবায়নে সব সময় প্রস্তুত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (রোববার) এ কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে ইরান একটি সমঝোতায় পৌঁছেছে। এই সমঝোতা অনুযায়ী প্রত্যেক দেশেরই ১০ জন করে বন্দি মুক্তি দেওয়ার কথা। ইরান আজই এই সমঝোতা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিয়েনা বৈঠক প্রসঙ্গে বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার পাশাপাশি আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে।

তবে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইরানে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ কারণে ভিয়েনা আলোচনার জন্য তেহরান আরও বেশি সময় চেয়েছে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ হলে আবারও ভিয়েনা আলোচনা শুরু হবে।

ভিয়েনা বৈঠকে ইরানের প্রধান আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বন্দি বিনিময় ইস্যুকে রাজনীতির হাতিয়ার করা ঠিক হবে না। ইরান সমঝোতা মেনে আগামীকালই ১০ বন্দিকে মুক্তি দিতে রাজি আছে বলে তিনি মন্তব্য করেছেন।#    

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।