ভলিবল: অলিম্পিকে এবার ভেনিজুয়েলাকে ৩-০ সেটে বিধ্বস্ত করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i95064-ভলিবল_অলিম্পিকে_এবার_ভেনিজুয়েলাকে_৩_০_সেটে_বিধ্বস্ত_করল_ইরান
টোকিও অলিম্পিকে ভেনিজুয়েলাকে ৩-০ সেটে হারিয়ে টানা দ্বিতীয় বিজয় ছিনিয়ে এনেছে ইরান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন পোল্যান্ডকে হারিয়ে গোটাবিশ্বকে তাক লাগিয়ে দেয় দেশটি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২৬, ২০২১ ১৩:১৮ Asia/Dhaka

টোকিও অলিম্পিকে ভেনিজুয়েলাকে ৩-০ সেটে হারিয়ে টানা দ্বিতীয় বিজয় ছিনিয়ে এনেছে ইরান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন পোল্যান্ডকে হারিয়ে গোটাবিশ্বকে তাক লাগিয়ে দেয় দেশটি।

টোকিও’র আরিয়াকে এরিনায় আজ (সোমবার) স্থানীয় সময় সকাল ৯টায় পুল এ’র চতর্থ ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হয় ইরান। প্রথম সেটটি ২৫-১৭ পয়েন্টে জিতে নেন ইরানি খেলোয়াড়রা। এরপর ভেনিজুয়েলা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ইরানের কাছে ২৫-২০ ব্যবধানে হেরে যায়। পর পর দুই সেট বিজয়ের ইরানি খেলোয়াড়রা আরও উজ্জীবিত হন। ফলে শেষ সেটটি ২৫-১৮ পয়েন্টে জয় লাভ করেন তারা।

আগামী ২৮ জুলাই প্রথম রাউন্ডের পরবর্তী ম্যাচে কানাডার মুখোমুখি হবে ইরান। এছাড়া ১ আগস্ট জাপানের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মাঠে নামবে ইরানি খেলোয়াড়রা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।