আমেরিকার মানবতাবিরোধী অপরাধের কথাই স্মরণ করিয়ে দেয় হিরোশিমা দিবস
https://parstoday.ir/bn/news/iran-i95664-আমেরিকার_মানবতাবিরোধী_অপরাধের_কথাই_স্মরণ_করিয়ে_দেয়_হিরোশিমা_দিবস
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটম বোমা হামলা চালিয়ে যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত করেছিল তা তাদের মানবতাবিরোধী অপরাধের কথাই স্মরণ করিয়ে দেয়। হিরোশিমা শহরে আমেরিকার অ্যাটম বোমা হামলার ৭৬তম বার্ষিকীতে সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৮, ২০২১ ১৮:২৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটম বোমা হামলা চালিয়ে যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত করেছিল তা তাদের মানবতাবিরোধী অপরাধের কথাই স্মরণ করিয়ে দেয়। হিরোশিমা শহরে আমেরিকার অ্যাটম বোমা হামলার ৭৬তম বার্ষিকীতে সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, অবৈধ এবং অযৌক্তিক লক্ষ্য অর্জনের জন্য এমন কোনো প্রচেষ্টা ও অমানবিক কর্মকাণ্ড নেই যা আমেরিকা করে না। খাতিবজাদে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমেরিকা এখনো পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন করছে যা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি'র সরাসরি লঙ্ঘন। বিশ্ব থেকে পরমাণু অস্ত্র নির্মূল করার জন্য তিনি আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।

মার্কিন অ্যাটম বোমা হামলার পর হিরোশিমা শহরে টিকে থাকা একমাত্র ভবনের সামনে নিহতদের স্মরণে প্রার্থনা

ইরানি মুখপাত্র বলেন, হিরোশিমা দিবসের মর্মান্তিক হত্যাকাণ্ড আমাদের এ কথাই স্মরণ করিয়ে দেয় যে, পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য আমাদের সবাইকে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে পরমাণু অস্ত্র সব সময় মারাত্মক রকমের হুমকির মুখে রাখে।

১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমা এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে মার্কিন বাহিনী অ্যাটম বোমা ফেলে। এতে তাৎক্ষণিকভাবে হিরোশিমা শহরে এক লাখ ও নাগাসাকি শহরে ৭০ হাজার মানুষ মারা যান।#

পার্সটুডে/এসআইবি/৮