কমান্ডার সাবাহির সতর্কবার্তা
ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সামান্যতম আগ্রাসনও উপেক্ষা করবে না
-
চবাহার বন্দর এলাকার আকাশ প্রতিরক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, তার বাহিনী ইরানের কৌশলগত অঞ্চলগুলোতে খুবই সতর্কতার সঙ্গে নজর রেখে চলেছে এবং বিনা জবাবে শত্রুদেরকে সামান্যতম আগ্রাসনের সুযোগ দেয়া হবে না।
আজ (বুধবার) ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চবাহার বন্দর এলাকার আকাশ প্রতিরক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
জেনারেল সাবাহি ফার্দ বলেন, আকাশ প্রতিরক্ষা বিভাগের প্রতিশ্রুতিশীল ও অভিজ্ঞ সদস্যরা সতর্কমূলক নজর রেখে চলেছেন। আমরা আমাদের মর্যাদা রক্ষার জন্য শত্রুদেরকে কোনরকমের ভুল পদক্ষেপ নেয়ার সুযোগ দেবো না।
ইরানের শীর্ষপর্যায়ের এ সামরিক কর্মকর্তা বলেন, ভারত মহাসাগরের উত্তরাংশের এবং ইরানের কৌশলগত দক্ষিণ-পূর্বাঞ্চল পুরোপুরি বিমান প্রতিরক্ষা বাহিনীর নজরদারিতে রয়েছে এবং এ অঞ্চলে সম্পূর্ণভাবে নিরাপত্তা বিরাজ করছে।

তিনি বলেন, ইরানের এমন একটি এলাকার আকাশ পর্যবেক্ষণ দায়িত্বে রয়েছে চবাহার আকাশ প্রতিরক্ষা কেন্দ্র যেখান দিয়ে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, পূর্ব-এশিয়া এবং মধ্য এশিয়ার আকাশ ও সমুদ্রপথে বহুসংখ্যক যান চলাচল করে। এছাড়া বিভিন্ন দেশের বিমান চলাচলের জন্য বিভিন্ন রকমের নজরদারি যন্ত্রপাতি ও রাডার মোতায়েন করা হয়েছে এ অঞ্চলে।
সম্প্রতি ওমান সাগরের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি ট্যাংকারে ড্রোন হামলার পর ইরান এবং ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্রদের মধ্যে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপট জেনারেলদের সাবাহি ফার্দ এসব কথা বললেন।#
পার্সটুডে/এসআইবি/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।