আইআরআইবি ফ্যান ক্লাবের আগস্ট মাসের বিশেষ কুইজের ফল প্রকাশ
https://parstoday.ir/bn/news/iran-i96820-আইআরআইবি_ফ্যান_ক্লাবের_আগস্ট_মাসের_বিশেষ_কুইজের_ফল_প্রকাশ
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর উদ্যোগে আগস্ট মাসের বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ১৭৩ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১৬২ জন (বাংলাদেশ ১৪৭, ভারত ১৫)। বাকি ১১ জন ভুল (বাংলাদেশ ৯, ভারত ২) উত্তর দিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২১ ১২:০৭ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের আগস্ট মাসের বিশেষ কুইজের ফল প্রকাশ

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর উদ্যোগে আগস্ট মাসের বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ১৭৩ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১৬২ জন (বাংলাদেশ ১৪৭, ভারত ১৫)। বাকি ১১ জন ভুল (বাংলাদেশ ৯, ভারত ২) উত্তর দিয়েছেন।

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীরা হলেন:

১. আব্দুল কুদ্দুস মাস্টার

উত্তর ধলডাঙ্গা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ।

২. হরিদাস রায়

মল্লিকাদহ বালাপাড়া

দেবীগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশ।

৩. মনীষা রায়                                               

ধুলিয়া খালিসা, মেখলিগঞ্জ, কোচবিহার,

পশ্চিমবঙ্গ, ভারত।

প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী তিনজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন

প্রশ্নমালা:

১. ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের কতটি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন?

উত্তর: ৭৩টি

২. টোকিও অলিম্পিকে ইরানের পক্ষে প্রথম স্বর্ণ পদক লাভ করেন কে?

উত্তর: শুটার জাওয়াদ ফোরুগি।

৩. 'পেগাসাস' ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি- এ মন্তব্যটি কার?

উত্তর: মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।