আন্তর্জাতিক সম্প্রদায়কে তুলোধুনো করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i97446-আন্তর্জাতিক_সম্প্রদায়কে_তুলোধুনো_করল_ইরান
ইহুদিবাদী ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচি সম্পর্কে কড়া সমালোচনা করে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, গত পাঁচ দশক ধরে সারা বিশ্ব ইহুদিবাদী ইসরাইলের পরমাণু কর্মসূচি সম্পর্কে অন্ধত্ব প্রদর্শন করে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১৫:৫০ Asia/Dhaka
  • ইসরাইলের পরমাণু স্থাপনা
    ইসরাইলের পরমাণু স্থাপনা

ইহুদিবাদী ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচি সম্পর্কে কড়া সমালোচনা করে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, গত পাঁচ দশক ধরে সারা বিশ্ব ইহুদিবাদী ইসরাইলের পরমাণু কর্মসূচি সম্পর্কে অন্ধত্ব প্রদর্শন করে এসেছে।

ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতকাল (বুধবার) সংস্থার পাক্ষিক বোর্ড অফ গভর্নর্সের বৈঠকে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন।

কাজেম গরিবাবাদি

তিনি বলেন, গত পাঁচ দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশ এবং খোদ আইএইএ ইসরাইলের পরমাণু কর্মসূচির ব্যাপারে চোখ বন্ধ করে রয়েছে। ইহুদিবাদী ইসরাইল পরমাণু অস্ত্র কর্মসূচি পরিচালনা করা সত্ত্বেও সে ব্যাপারে কখনো তারা কেউ নজরদারি করে নি।

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে জাতিসংঘ এবং আমেরিকায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়ে কাজেম গরিবাবাদি বলেন, এমন একটি কর্তৃপক্ষের প্রতিনিধি এই অভিযোগ করেছেন যারা আইএইএ-সহ কোনো আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির সদস্য নয়।#

পার্সটুডে/এসআইবি/১৬