‘মস্কোর সঙ্গে তেহরানের সামরিক সহযোগিতা আরো শক্তিশালী হবে’
(last modified Mon, 18 Oct 2021 00:18:15 GMT )
অক্টোবর ১৮, ২০২১ ০৬:১৮ Asia/Dhaka
  • মস্কো বিমানবন্দরে কথা বলছেন জেনারেল বাকেরি; তার ডানপাশে রয়েছেন ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি
    মস্কো বিমানবন্দরে কথা বলছেন জেনারেল বাকেরি; তার ডানপাশে রয়েছেন ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি

ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রাশিয়া সফরে গেছেন। তিনি রোববার রাতে মস্কো বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সামরিক সহযোগিতা আরো শক্তিশালী হবে।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন ত্রয়োদশ ইরান সরকার প্রাচ্যের দিকে মনোনিবেশ করার যে নীতি গ্রহণ করেছে তারই অংশ হিসেবে মস্কোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করবে তেহরান।

জেনারেল বাকেরি বলেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে রায়িসি সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে এবং এ লক্ষ্যে সাংহাই সহযোগিতা পরিষদে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ একটি গুরুত্বপূর্ণ অর্জন।

ইরানের সেনাপ্রধান মস্কো বিমানবন্দরে আরো বলেন, ইরান ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে যে সহযোগিতা রয়েছে অদূর ভবিষ্যতে তা নিঃসন্দেহে আরো শক্তিশালী হবে।

পাক সেনাপ্রধানের সঙ্গে জেনারেল বাকেরির সাক্ষাৎ

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল সের্গেই শোইগুর আমন্ত্রণে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক প্রতিনিধিদল নিয়ে রোববার মস্কো পৌঁছান ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল বাকেরি। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মস্কো বিমানবন্দরে জেনারেল বাকেরিকে স্বাগত জানান।

এ সাক্ষাতে রুশ প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি রাশিয়ার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরানের সেনাপ্রধানের সাক্ষাতের কথা রয়েছে। রাশিয়া সফরের আগে পাকিস্তান সফরে গিয়ে জেনারেল বাকেরি পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ সেদেশের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল বাকেরি।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ