রেডিও তেহরানের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i101520-রেডিও_তেহরানের_সাক্ষাৎকারভিত্তিক_অনুষ্ঠান_আলাপন_সম্পর্কে_মতামত
প্রিয় মহোদয়,  আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭ ডিসেম্বর, শুক্রবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ. দৃষ্টিপাত, হজরত ফাতিমা (সা.আ.)'র শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা, কথাবার্তা ও সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন। ওইদিনের প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই খুব খুব ভালো লেগেছে। তন্মধ্যে আলাপন বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেছে।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
ডিসেম্বর ২১, ২০২১ ১৬:৫২ Asia/Dhaka
  • রেডিও তেহরানের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন সম্পর্কে মতামত

প্রিয় মহোদয়,  আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭ ডিসেম্বর, শুক্রবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ. দৃষ্টিপাত, হজরত ফাতিমা (সা.আ.)'র শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা, কথাবার্তা ও সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন। ওইদিনের প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই খুব খুব ভালো লেগেছে। তন্মধ্যে আলাপন বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেছে।

সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনের উপস্থাপনায় ছিলেন গাজী আব্দুর রশিদ। এতে নারী ও কন্যা শিশুর শ্লীলতাহানি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী নুর খান লিটন। তাঁর প্রাঞ্জল আলোচনা আমাদেরকে বিষয়টি বুঝতে সহায়ক হয়েছে।

এক প্রশ্নের জবাবে নুর খান লিটন বলেন, আমাদের দেশে নারীদের প্রতি নির্যাতন, সহিংসতা, শ্লীলতাহানি, ধর্ষণ প্রভৃতি প্রায় নিয়মিত ঘটছে। গত দু’বছরে, বিশেষতঃ কোভিডকালীন সময়ে তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ হল, আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতা। নারীদেরকে আমরা অবহেলা করি, তাদেরকে সামাজিক মর্যদা দিতে চাইনা। মূলতঃ আমাদের নৈতিক শিক্ষার অভাব রয়েছে।

নৈতিকতার অভাবে এখানে নারীদেরকে সম্মান দেয়া হয় না। সকল মানুষকে যে সম্মান করতে হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যে সমান অধিকার প্রাপ্য- এ শিক্ষার বাস্তব প্রয়োগ এখানে দেখা যায় না।

তিনি আরো বলেন, কোনো সমাজে যখন রাজনৈতিক অস্থিরতা থাকে, অর্থনৈতিক অস্থিরতা থাকে, তখন সে সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। আর এর ফলে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা বৃদ্ধি পায়।

রাজনৈতিক অবক্ষয়ের সাথে সাথে এদেশে এখন মাদকাসক্তির সংখ্যাও বেড়েছে। এর ফলে নৈতিক ও মানবিক মানুষ গড়ে উঠছে না। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু একইসাথে মানবিকতার ভাটা চলছে। এই ভাটার টানে তরুণ সমাজ আজ বিপর্যয়ের মুখে।

নুর খান লিটন তাঁর আলোচনায় আরো বলেন যে, বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। আইনের সঠিক ও নির্মোহ প্রয়োগ নেই। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের উপর সরকারি হস্তক্ষেপের কারণে আইন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ফলে দেশে নারীর প্রতি নির্যাতন চলছেই।

আলোচনার শেষদিকে এসে নারী ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন যে, স্কুল-কলেজ থেকেই নৈতিক ও মানবিক শিক্ষা দিতে হবে। পারিবারিকভাবে নৈতিক শিক্ষা দিতে হবে। নারীদেরকে কর্মের নিশ্চয়তা দিতে হবে, নিরাপদ কর্মস্থল দিতে হবে। একই সাথে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। অধিকন্তু নারীদেরকে অধিকহারে ক্ষমতায়ন করতে হবে। আর আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। তবেই দেশ থেকে নারীর প্রতি সহিংসতা কমবে।

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।