শ্রোতাদের মতামত
প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে ভারতের এক সিনিয়র শ্রোতার অভিব্যক্তি
সুপ্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। শুরুতেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও শুভ কামনা জানিয়ে পত্রের শুভ সূচনা করছি। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই ভালো ও সুস্থ আছেন।
আমি আইআরআইবি বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। বহির্বিশ্বের যতগুলো গণমাধ্যম ও বেতারকেন্দ্র থেকে বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচারিত হয় বা এখনও হয়ে আসছে আমি প্রত্যেকটি বেতারের সাথে যুক্ত আছি সেই কৈশোরকাল থেকেই। আজ প্রযুক্তির উন্নয়নের সুবাদে বেতার ছাড়াও ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট ইত্যাদি মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সেগুলোর সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছি। প্রত্যেকটি বেতারের শ্রোতাদের চিঠিপত্রের আসর বিভিন্ন নামে পরিচিত হলেও সবগুলো অনুষ্ঠান নিয়মিত শুনি।
মজার ব্যাপার হলো- রেডিও তেহরানের 'শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন’ শুনে যত আনন্দ, বিনোদন ও জ্ঞান লাভ করি তা অন্য বেতার শুনে সম্ভব হয় না। তাঁর একটি মাত্র কারণ হলো- রেডিও তেহরান শ্রোতাদের চিঠিপত্র ও মতামতের প্রতি যেভাবে গুরুত্ব প্রদান করে অন্য বেতার তেমন করা দেখা যায় না। রেডিও তেহরানের উপস্থাপন রীতিও একেবারে ভিন্ন ও বৈচিত্রপূর্ণ। অন্য বেতার যেখানে শুধু নাম বলেই দায় সারে সেখানে রেডিও তেহরান শ্রোতাদের দীর্ঘ বক্তব্য পাঠ করে পুঙ্খানুপুঙ্খভাবে চিঠির বিশ্লেষণ করার চেষ্টা করে।
একটি দারুণ ব্যাপার হলো- অন্যান্য বেতার যখন শ্রোতাদের সমালোচনামূলক চিঠিগুলো কৌশলে এড়িয়ে চলে সেখানে রেডিও তেহরান সমালোচনামূলক চিঠির জবাব আগ্রহের সাথে দিয়ে থাকে। কেননা গঠনমূলক সমালোচনা অনুষ্ঠানকে আরো সুন্দর, সাবলীল ও মনোগ্রাহী করে সাজাতে সহায়তা করে বলে রেডিও তেহরান মনে করে।
আরেকটি বিষয় হলো- রেডিও তেহরান শ্রোতাদের নির্বাচিত ও মানসম্মত লেখাগুলো নিয়মিত আইআরআইবি’র ওয়েবসাইট পার্সটুডে ডটকমে প্রকাশ করে শ্রোতাদেরকে উৎসাহ-উদ্দীপনা যোগায় যার জুড়ি মেলা ভার।
‘প্রিয়জন’ আসরের শুরুতেই একটি করে হাদিস অথবা উপদেশপূর্ণ নীতিবাক্য পাঠ- সত্যি আমাকে মুগ্ধ করেছে। এটি অনুষ্ঠানে নতুন মাত্রা প্রদান করেছে। ইদানীং প্রত্যেক সপ্তাহে দুই বাংলার বিভিন্ন প্রান্ত ও গ্রাম-গঞ্জের সাধারণ শ্রোতার সাক্ষাৎকার প্রচার করা হয়। ফলে রেডিও তেহরান সম্পর্কে একজন শ্রোতার অনুভব ও অনুভূতি সরাসরি তুলে ধরার সুযোগ মেলে। সাক্ষাৎকার গ্রহণ ও বাণীবদ্ধের ক্ষেত্ৰে রেডিও তেহরান বড় ভূমিকা পালন করে যাচ্ছে।
সবচেয়ে আকর্ষণীয় দিক হলো- প্রত্যেক ’প্রিয়জন’ আসরে বিভিন্ন স্বাদের গান, কবিতা পাঠ ও কবিতা আবৃত্তি প্রচার করা হয় যা অন্য বেতারে খুঁজতে গেলে দারুণভাবে হতাশ হতে হয়।
অনুষ্ঠানে শ্রোতাদের বিভিন্ন টক-ঝাল-মিষ্টি চিঠিগুলোর প্রশংসা নাইবা করলাম। সেগুলো রেডিও তেহরানের নিকট মণিমুক্তা সদৃশ্য। শ্রোতাবন্ধুগণ প্রিয়জন অনুষ্ঠান এত মনোযোগ সহকারে শোনেন যে, অনুষ্ঠানের সময় কখন শেষ হয়ে যায়- টেরই পান না।
এক কথায় ’প্রিয়জন’ অনুষ্ঠানটি অসাধারণ ভাবনার সুন্দর উপস্থাপনা ও গ্রন্থনায় পরিবেশিত একটি মধুর অভিব্যক্তি। যা একদিন শুনতে না পারলে সারা সপ্তাহভর পস্তাতে হয়। তাই প্রিয়জন অনুষ্ঠান শোনা কোনো শ্রোতাই মিস করে না।
‘প্রিয়জন’ তোমার অমিয় সুধা বিলিয়ে যাও জন্ম জন্মান্তর, যুগ যুগ ধরে এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।
ধন্যবাদান্তে,
আব্দুস সালাম সিদ্দিক
সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।