রেডিও তেহরানের 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' আমার এক অমূল্য প্রাপ্তি
https://parstoday.ir/bn/news/letter-i118260-রেডিও_তেহরানের_'বার্ষিক_শ্রেষ্ঠ_শ্রোতা_পুরস্কার'_আমার_এক_অমূল্য_প্রাপ্তি
আসসালামু আলাইকুম, রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল খ্রিষ্টীয় নতুন বছরের একরাশ শুভেচ্ছা। নতুন বছরের শুরুতেই সাফল্যের এক উদ্যমী বার্তায় মন প্রাণ ভরে গেল।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
জানুয়ারি ১০, ২০২৩ ১৭:৪৮ Asia/Dhaka
  • রেডিও তেহরানের 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' আমার এক অমূল্য প্রাপ্তি

আসসালামু আলাইকুম, রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল খ্রিষ্টীয় নতুন বছরের একরাশ শুভেচ্ছা। নতুন বছরের শুরুতেই সাফল্যের এক উদ্যমী বার্তায় মন প্রাণ ভরে গেল।

রেডিও তেহরান বাংলা বিভাগের বাৎসরিক শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে ভারত থেকে আমাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২০২২-এ সারা বছর জুড়ে রেডিও তেহরান-এর অনুষ্ঠান শুনে গঠন মূলক সমালোচনা, প্রশংসা, প্রস্তাব, অনুরোধ, প্রশ্নসহ শ্রবণ মান প্রতিবেদন পাঠিয়েছি। আমার অসংখ্য মতামত যেমন প্রাণপ্রিয় অনুষ্ঠান 'প্রিয়জন'-এ স্থান পেয়েছে, ঠিক তেমনই বাছাইকৃত ২৫টি লেখা পার্সটুডে-এর মতামত বিভাগে প্রকাশিতও হয়েছে।

একজন শ্রোতা হিসেবে সারা বছরজুড়ে রেডিও তেহরান-এর সাথে থাকার কাঙ্ক্ষিত সম্মান অর্জন আমার জন্যে এক অমূল্য প্রাপ্তি।

বর্তমান শর্টওয়েভ রেডিও'র জগতে জ্বলজ্বল করছে রেডিও তেহরান। কারণ, বিশ্বের সব তাবড় তাবড় রেডিও স্টেশনগুলো তাদের শর্টওয়েভ প্রচার বন্ধ করে দিয়েছে। কতিপয় কয়েকটা দেশ টিম টিম করে টিকে থাকলেও বেশিরভাগই শ্রোতাদের সাথে সেই অর্থে কোন সম্পর্কই নেই বললে চলে। কারণ তাদের না আছে কোন শ্রোতাবান্ধব কর্মসূচি,  না আছে শ্রোতাদের চাহিদা মেটানোর তাগিদ।

শ্রোতাদের সাথে নিবিড় যোগাযোগ; শ্রোতা বান্ধব নানা কর্মসূচির সমাহারে পরিপূর্ণ এক বেতার রেডিও তেহরান। নানা মাধ্যমে শ্রোতাদের সাথে চটজলদি আর নিবিড় যোগাযোগ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে রেডিও তেহরান। শ্রোতাদের নিয়ে ম্যাসেঞ্জার গ্রুপ 'প্রিয়জন', এই মুহূর্তে সবচেয়ে অ্যাক্টিভ ও কার্যকরী একটি গ্রুপ। যেখানে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের নানা বিষয় নিয়ে সারাক্ষণ আলোচনা, পর্যালোচনা, গঠনমূলক সমালোচনা, প্রস্তাব ও অনুষ্ঠানের খুঁটিনাটি নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। এ এক অভিনব কর্মসূচি। বিশ্বের আর কোন বেতারের এমন নিজস্ব কোন গ্রুপ আছে বলে আমার জানা নেই। যেখানে সরাসরি শ্রোতা ও বেতারের কর্মকর্তাগণ একই প্লাটফর্মে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

শ্রোতাদের পাঠানো চিঠি- মেইল থেকে বাছাই করা লেখাগুলো রেডিও তেহরানের ওয়েব সাইট 'পার্সটুডে'র 'মতামত' বিভাগে শ্রোতাদের ছবিসহ প্রকাশ করার ব্যবস্থাপনা একটি অনবদ্য সংযোজন। এমন ইউনিক ব্যবস্থাপনাও বিশ্বের আর কোন বেতারের আছে বলে আমার জানা নেই। শ্রোতাদের এমন মর্যাদা প্রদান শ্রোতাদের জন্যে আলাদা মাত্রা প্রদান করে।

সারা বছর ধরে নানা ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা ও পুরস্কারসহ সনদ প্রদান এই মুহূর্তে চালু রেখেছে একমাত্র রেডিও তেহরান।

শ্রেষ্ঠ মাসিক শ্রোতা, শ্রেষ্ঠ বাৎসরিক শ্রোতা, রেডিও তেহরান বেস্ট শেয়ারার, বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব প্রভৃতি প্রতিযোগিতা শ্রোতাদের মধ্যে এক আনন্দমুখর পরিবেশ দান করেছে।

সব দিকের বিচারে সারা বিশ্বের অসংখ্য বেতারের মধ্যে রেডিও তেহরান এখন একমাত্র বেতার, যার এমন সব শ্রোতাবান্ধব কর্মসূচি সকলের নজর কেড়েছে; সকল শ্রোতার মন জয় করে নিয়েছে।

রেডিও তেহরান বাংলা বিভাগ, অনুষ্ঠান প্রচারের পাশাপাশি এমন সব শ্রোতা বান্ধব নানা কর্মসূচির সমাহার নিয়ে লক্ষ শ্রোতার মন জয় করুক এই কামনা করি।

 

ধন্যবাদান্তে,

এস এম নাজিম উদ্দিন

মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০