শ্রোতাদের মতামত
'বন্ধুত্ব নিয়ে রংধনুর বিশেষ অনুষ্ঠানটি ছিল জীবনঘনিষ্ঠ ও প্রশংসনীয়'
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের রংধনু আসরে প্রচারিত ‘ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব’ শীর্ষক অনুষ্ঠানটি ছিল জীবনসংশ্লিষ্ট ও প্রয়োজনীয় একটি অনুষ্ঠান। পৃথিবীতে বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোন মানুষের জীবনে ভালো একজন বন্ধু ভালো কিছু বয়ে আনে।
অন্যদিকে বন্ধু যদি খারাপ হয়, সে ক্ষেত্রে বন্ধুর মাধ্যমে ঘটতে পারে বিপজ্জনক যেকোনো কিছু এবং ঘটতে পারে নানারকম অশান্তি। তাই কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা নিরীক্ষা করে নেয়া উচিত। রেডিও তেহরান বন্ধুত্বকে যেভাবে গুরুত্ব দিয়ে অনুষ্ঠান প্রচার করেছে তা অন্যকোনো প্রচার মাধ্যমে শোনা এবং দেখা যায়নি।
রেডিও তেহরান এ প্রচারিত রংধনু আসরের অনুষ্ঠানের মাধ্যমে আসরের শিশু-কিশোর বন্ধুসহ সকল সম্মানিত শ্রোতা এবং পাঠকরা বন্ধুত্ব নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন তা বলতেই হয়।
যেমন- পবিত্র কুরআনে বলা হয়েছে, "মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এমনটি করবে, আল্লাহ তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখবেন না।"
আর হাদিসে বলা হয়েছে, "মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। সুতরাং বন্ধু নির্বাচনের সময় খেয়াল করা উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে।"
মহানবী হযরত মুহাম্মাদ (সা.)বলেছেন, "দুনিয়াতে যার সঙ্গে বন্ধুত্ব ও ভালোবাসা রয়েছে, পরকালে তার সঙ্গেই হাশর হবে। এজন্য বন্ধু নির্বাচনের আগে তাকে পরীক্ষা করে নেয়া জরুরি।"
আমিরুল মুমেনিন হযরত আলী (আ.) বলেছেন, "যে ব্যক্তি চিন্তাভাবনা করে যথাযথ বিচার বিশ্লেষণ করে বন্ধু নির্বাচন করবে, তাদের বন্ধুত্ব বজায় থাকবে এবং তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গভীর হবে।"
ইমাম গাযযালী (রহ.) বলেন, "সবাইকে বন্ধু নির্বাচন করা যাবে না, বরং তিনটি গুণ দেখে বন্ধু নির্বাচন করা উচিত। গুণ তিনটি হল- ১. বন্ধুকে হতে হবে জ্ঞানী ও বিচক্ষণ ২. বন্ধুর চরিত্র হতে হবে সুন্দর ও মাধুর্যময় এবং ৩. বন্ধুকে হতে হবে নেককার ও পুণ্যবান।'
ইরানের বিখ্যাত মনীষী শেখ সাদী (রহ.) বলেছেন, 'সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ'।
ইসলামের দৃষ্টিকোন থেকে বন্ধুত্ব নিয়ে এরকম অনুষ্ঠান প্রচার করায় ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান এবং অনলাইন সংস্করণ পার্সটুডেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। রেডিও তেহরান যেরকম একের পর এক জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান প্রচার করছে তা সত্যিই প্রশংসনীয়। এরকম অনুষ্ঠান আরও প্রচারিত হবে সেটাই সব সময় প্রত্যাশা করি।
পরিশেষে মহান আল্লাহ তা’আলা সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আহলে বাইত (আ.) এর অনুসারী, রংধনু আসরের ছোট্টবন্ধুদেরসহ সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা।
শুভেচ্ছান্তে
এস. এম. হৃদয় রহমান
ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী
ঠিকানা : গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা
ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, দেশ : বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০