'ইরান ও ইসলামী আদর্শকে আত্মা দিয়ে স্পর্শ করার লক্ষ্যে রেডিও তেহরান শুনি'
https://parstoday.ir/bn/news/letter-i119976-'ইরান_ও_ইসলামী_আদর্শকে_আত্মা_দিয়ে_স্পর্শ_করার_লক্ষ্যে_রেডিও_তেহরান_শুনি'
আসসালামু আলাইকুম  রেডিও তেহরান পরিবার সবাই কেমন আছেন? আর হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমরমা রঙিন যুগে এসেও আমরা শ্রোতারা মনের মাধুরী মিশিয়ে রেডিও অনুষ্ঠান শুনে যাচ্ছি বিশেষকরে রেডিও তেহরান। 
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১৭:১০ Asia/Dhaka
  • 'ইরান ও ইসলামী আদর্শকে আত্মা দিয়ে স্পর্শ করার লক্ষ্যে রেডিও তেহরান শুনি'

আসসালামু আলাইকুম  রেডিও তেহরান পরিবার সবাই কেমন আছেন? আর হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমরমা রঙিন যুগে এসেও আমরা শ্রোতারা মনের মাধুরী মিশিয়ে রেডিও অনুষ্ঠান শুনে যাচ্ছি বিশেষকরে রেডিও তেহরান। 

রেডিও শোনা আমার শখের একটি অংশ। তবে এই শখ শুধু অজানাকে জানা আর জ্ঞান আহরণ করা। সেই সাথে ইরান ও ইসলামী আদর্শকে আত্মা দিয়ে স্পর্শ করা।

যুগের পরিবর্তনের সাথে অনুষ্ঠান শোনার মাধ্যমও পরিবর্তন হয়েছে। এখন আমি আর শর্টওয়েভে বেতার শুনি না। ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে শুনি। আপনারা জেনে আনন্দিত হবেন যে, অনুষ্ঠান শুরুর আগে শ্রোতাবন্ধুরা কতটা আগ্রহ নিয়ে থাকে- কখন অনুষ্ঠান প্রচার হবে! কেউ কেউ আগেই অনুষ্ঠানসূচি দিয়ে দেন। অনুষ্ঠানে লাইভ চ্যাটে আমাদের মতামতসহ কুশল বিনিময়ও হচ্ছে। এ যেন নেট দুনিয়ায় রেডিও তেহরানের এক বিশাল বিচরণ। এভাবেই একাকার হয়ে মিশে থাকতে চাই রেডিও তেহরান ও সকল শ্রোতাদের মাঝে।

এবার আসি অনুষ্ঠান সম্পর্কে। গত ২০ ফেব্রুয়ারি প্রচারিত চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলাম। খুবই মনোমুগ্ধকর ছিল। বিশেষ করে শ্রোতা বোন খন্দকার রাবিবা ইয়াসমিনের সাবলীল ভাষার সাক্ষাকারটি। এমন হাজারো শ্রোতা দুই বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের মনের না বলা কথাগুলো প্রিয়জন অনুষ্ঠানে এমনিভাবে তুলে ধরবে প্রিয় রেডিও তেহরান- এই আশাবাদ ব্যক্ত আজকের মত বিদায়। 

 

বিনীত
মোবারক হোসেন ফনি 
কার্যনিবার্হী সদস্য, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ 
আকন্দের বাইদ, সাগরদিঘী, টাঙ্গাইল, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।