শ্রোতাদের মতামত
'ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অথচ উপেক্ষিত ব্যক্তিত্বের সাথে পরিচয় ঘটিয়ে দেয় রেডিও তেহরান'
আসসালামু আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ'র অশেষ রহমতে রেডিও তেহরান পরিবারের সকলে ভালো ও সুস্থ্য আছেন। ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের জন্যে রইল বসন্তের একরাশ শুভেচ্ছা।
গত ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইমাম জয়নুল আবেদিন (আ.)’র শুভ জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানটি শুনলাম। বিশ্বন’বী (স.)'র পবিত্র বংশধারার বা আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম সাজ্জাদ (আ.) ছিলেন হুসাইন (আ.)-এর সন্তান।
সত্যিকারের ও উন্নত মানুষ গড়ার এই মহান সাধক ইমাম 'জয়নুল আবেদিন' বা 'খোদা প্রেমিকদের অলঙ্কার' হিসেবেও খ্যাত। মহান আল্লাহর দরবারে অত্যধিক সিজদায় মগ্ন থাকতেন বলে ইমাম জয়নুল আবেদিন (আ.)-কে বলা হত সাজ্জাদ।
কারবালার বিশ্বনন্দিত মহাবিপ্লবের ঘটনায় ইমাম হুসাইন (আ.)’র একমাত্র যে পুত্র বেঁচেছিলেন তিনি হলেন ইমাম সাজ্জাদ (আ.)। অর্থাৎ তিনিই ছিলেন বিশ্বন’বী (স.)'র পবিত্র বংশধারার বা আহলে বাইতের একমাত্র পুরুষ সদস্য যিনি কারবালার ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছিলেন। অসুস্থ ছিলেন বলে তিনি ওই জিহাদে সরাসরি যোগ দিতে পারেননি। আসলে মহান আল্লাহ অলৌকিকভাবেই তাঁকে রক্ষা করেছিলেন মুসলিম জাতিকে নেতৃত্ব দেয়ার জন্য এবং ইসলামের সাংস্কৃতিক বিপ্লবের ভিত্তি রচনার জন্য।
সে যুগে উমাইয়া শাসকরা ইসলাম সম্পর্কে সৃষ্টি করেছিল নানা অস্পষ্টতা ও সন্দেহ। ফলে খাঁটি ইসলামের রূপ ও খাঁটি ধর্মমত তুলে ধরার গুরু দায়িত্ব পালন করেন ইমাম জয়নুল আবেদিন (আ.)। পিতার শাহাদতের সময়ে ও নিজের বন্দী অবস্থায় এবং কারবালা বিপ্লবের পরবর্তী বছরগুলোতেও জুলুম-অবিচারের বিরুদ্ধে কৌশলপূর্ণ সংগ্রাম জিইয়ে রেখে তিনি মহান পিতা ইমাম হুসাইন (আ.) আদর্শকে জীবন্ত ও আরো প্রাণবন্ত করেন। এই মহান ইমাম ও তাঁর ফুপু হযরত যেইনাব (সা.) সাহসিকতাপূর্ণ নানা ভাষণ দিয়ে উমাইয়াদের আসল চরিত্র তুলে ধরেছিলেন জনগণের কাছে।
ইমাম সাজ্জাদ (আ.) ইসলামের ইতিহাসের চরম দুর্যোগপূর্ণ সময়ে এ মহান ধর্মের সাংস্কৃতিক ও চিন্তাগত বিপ্লবের ভিত্তি গড়ার জন্য তুলে ধরেছিলেন খাঁটি ইসলামী শিক্ষা ও আদর্শের নানা দিক। তাঁর প্রচারিত সেসব শিক্ষার গুরুত্বপূর্ণ সংকলন হিসেবে খ্যাতি অর্জন করেছে “সহিফা-ই সাজ্জাদিয়া”। অনেকেই একে “আলে মুহাম্মাদের জাবুর” বলে থাকেন।
এমন একজন মহান ব্যক্তিত্বের শুভ জন্মদিন উপলক্ষ্যে রেডিও তেহরান যথার্থতার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করেছে। আমরাও তার সাথে একাত্ম হতে পারে ধন্য হয়েছি। ইতিহাসের এমন অসামান্য ব্যক্তিত্ব সম্পর্কে জানার সুযোগ করে দেবার জন্যে শুকরিয়া জানাই। আমরা বিভিন্ন ইসলামী আলোচনা শুনি, যেখানে এমন সব ব্যক্তিত্বের বিষয়ে আলোচনা হয় করাই হয় না বা উপেক্ষিত রাখা হয়। কিন্তু রেডিও তেহরান ইসলামের ইতিহাসের এমন সব মহান ব্যক্তিত্বের সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়ে প্রকৃত দ্বীনি দায়িত্ব পালন করে চলেছে।
ইমাম সাজ্জাদ বা জয়নুল আবেদিন (আ.)’র জন্ম বার্ষিকী উপলক্ষে সবাইকে মুবারকবাদ জানিয়ে শেষ করছি।
শুভেচ্ছান্তে,-
এস এম নাজিম উদ্দিন।
বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।