'রেডিও তেহরানের সংবাদভিত্তিক তিনটি অনুষ্ঠান আমাকে ভীষণ মুগ্ধ করে'
https://parstoday.ir/bn/news/letter-i120508-'রেডিও_তেহরানের_সংবাদভিত্তিক_তিনটি_অনুষ্ঠান_আমাকে_ভীষণ_মুগ্ধ_করে'
রেডিও তেহরান, পত্রের প্রথমের আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আমি রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানের একজন পুরানো শ্রোতা। রেডিও তেহরান থেকে প্রচারিত প্রতিদিনের বিশ্বসংবাদ তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। তাই বিশ্বসংবাদ আমার অন্যতম প্রিয়।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
মার্চ ০৯, ২০২৩ ১৫:১২ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের সংবাদভিত্তিক তিনটি অনুষ্ঠান আমাকে ভীষণ মুগ্ধ করে'

রেডিও তেহরান, পত্রের প্রথমের আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আমি রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানের একজন পুরানো শ্রোতা। রেডিও তেহরান থেকে প্রচারিত প্রতিদিনের বিশ্বসংবাদ তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। তাই বিশ্বসংবাদ আমার অন্যতম প্রিয়।

প্রতিদিনের সংবাদে থাকে ঢাকা ও কোলকাতার প্রতিবেদন যা অত্যন্ত সুন্দর। পর্যালোচনা ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত ও খুবই ভালো অনুষ্ঠান। থাকে ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক বাংলা পত্রিকার সংবাদ শিরোনাম, বিস্তারিত খবর ও বিশ্লেষণ নিয়ে কথাবার্তা। কথাবার্তা, দৃষ্টিপাত এবং বিশ্বসংবাদ এই তিনটি প্রাত্যহিক আয়োজন আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। কারণ তিনটি অনুষ্ঠানই সংবাদভিত্তিক। সংবাদ বলতে আমার কাছে কেবলমাত্র রেডিও তেহরান। কারণ বিশ্বসংবাদ তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ।

বিশ্বের বড়ো বড়ো বেতার কেন্দ্র যেখানে বন্ধ হয়ে গেছে সেখানে শ্রোতা বান্ধব, আকর্ষণীয়, মনোগ্রাহী, সুন্দর, জ্ঞানবর্ধক, অসাধারণ এক ঘণ্টার অনুষ্ঠান উপহার দিয়ে চলেছে। আর দিন দিন তার শ্রীবৃদ্ধি ঘটছে। রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আবারও কথা হবে ইনশাআল্লাহ। ত্রুটি মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন। সুন্দর ও সুস্থ থাকবেন। আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো। খোদা হাফেজ। 

 

মহ:  হাফিজুর  রহমান

চুপী মিলন সংঘ, গ্রাম ও পোষ্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৯