শ্রোতাদের মতামত
রমজান: খোদা প্রেমের উৎসব ও আলাপন অনুষ্ঠান সম্পর্কে মতামত
সুপ্রিয় মহাশয়, রেডিও তেহরানের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা অনুষ্ঠান শুনলে অনেককিছু জানা যায়। যেখানে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকসহ যুদ্ধ-বিগ্রহের কারণ ও তার ব্যাখ্যা এবং বর্তমান ইস্যুগুলি উঠে আসে।
২৪শে মার্চ রমজান উপলক্ষে ধারাবাহিক 'রমজান: খোদা প্রেমের উৎসব' মন দিয়ে শুনলাম। যারা রোজাব্রত পালন করে তাদের প্রতি আল্লাহ কেয়ামতের দিন ক্ষমা ও দয়া করবেন।
অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে, পবিত্র রমজানে কুরআন পড়লে আত্মসংশোধন ঘটে। রমজানের সময় আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা, ঘরবাড়ি পরিষ্কার করা, সবার সাথে ভালো ব্যবহার করা, নামাজ পড়া, দান করা- ইত্যাদি অবশ্য পালনীয় কর্তব্য।
এদিন আলাপন অনুষ্ঠানে গোলাম মোর্তজার সাক্ষাৎকার থেকে জানতে পারলাম যে, ইরান ও সৌদি আরবের মধ্যে শান্তিচুক্তি বিশ্ব রাজনীতিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে পরিবর্তনের যে সম্ভাবনা দেখা দিয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একক নির্ভরতা কমবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে জোটবদ্ধতার সম্ভাবনা যেমন বেড়েছে তেমনি স্বাধীনতা, ঐক্য, সার্বভৌমত্ব শক্তিশালী হওয়ার সম্ভাবনাও বাড়বে। ইসরাইল যতই আধিপত্য খাটানোর চেষ্টা করুক- তা ধোপে টিকবে না। এভাবেই একদিন ইরান ও তার সহচরীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং শান্তিতে বিরাজ করবে।
দেবাশীষ গোপ
কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫