'গাইবান্ধার বেতার শ্রোতা আশরাফুল আশেক ভাই সাদা মনের মানুষ ছিলেন'
https://parstoday.ir/bn/news/letter-i122678-'গাইবান্ধার_বেতার_শ্রোতা_আশরাফুল_আশেক_ভাই_সাদা_মনের_মানুষ_ছিলেন'
আসসালামু আলাইকুম। মহান মে দিবসের শুভেচ্ছা জানবেন। জয় হোক সকল মেহনতি মানুষের, অধিকার ফিরে পাক সকল শ্রমিক। ইসলাম শ্রমিকদের যে অধিকার দিয়েছে তা বাস্তবায়ন হোক সকল কর্মক্ষেত্রে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০২, ২০২৩ ১৪:০৭ Asia/Dhaka
  • 'গাইবান্ধার বেতার শ্রোতা আশরাফুল আশেক ভাই সাদা মনের মানুষ ছিলেন'

আসসালামু আলাইকুম। মহান মে দিবসের শুভেচ্ছা জানবেন। জয় হোক সকল মেহনতি মানুষের, অধিকার ফিরে পাক সকল শ্রমিক। ইসলাম শ্রমিকদের যে অধিকার দিয়েছে তা বাস্তবায়ন হোক সকল কর্মক্ষেত্রে।

পর বার্তা- মানুষ মাত্রই মরণশীল। জন্মিলে মরিতে হবে এটাই চিরন্তন সত্য। পবিত্র কুরআনের পরতে পরতে অবশ্যম্ভাবী মৃত্যুর কথা বলা হয়েছে। "তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই, যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভিতরে ও অবস্থান করো"- সুরাঃ- সুরা আন নিসা-৭৮।

প্রতিটি মৃত্যুই বিষাদের। তেমনি আমাদের কাঁদিয়ে না ফেরার দেশ পরপারে চলেন গেলেন উত্তরবঙ্গের বিখ্যাত ডি-এক্সার, শ্রোতা জগতের শিরোমণি, সাদা মনের অধিকারী, সবর্দা হাস্যোজ্জ্বল, অত্যন্ত মিশুক গাইবান্ধা'র আশরাফুল আশেক ভাই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

আইআরআইবি কিশোরগঞ্জ ফ্যান ক্লাবের পক্ষ থেকে রেডিও তেহরানের মাধ্যমে মরহুম আশরাফুল আশেক ভাইয়ের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করছি- তিনি যেন জান্নাতের উচ্চ মাকামে দাখিল হতে পারেন।

আশরাফুল আশেক ভাই ছিলেন নব্বই দশকের সাড়া জাগানো একজন ডিএক্সার এবং আন্তজার্তিক বেতারের একজন তুখোড় শ্রোতা। বেতারে যার লিখার হাত ছিল অসাধারণ কাব্যিক। বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী লিখনীর মাধ্যমে সহজেই বেতারের মন জয়ের পাশাপাশি শ্রোতাদের মনও জয় করে নিয়েছিলেন। তাঁর নিরহংকার জীবন আমাদের শ্রোতাদের জন্য অনুস্মরণীয় ও অনুকরণীয় হতে পারে।

বলা বাহুল্য, আমার মতো নগন্য শ্রোতা বেতার অঙ্গনে আসা সম্ভব হয়েছে একমাত্র তাদের মতো বিশাল মনের অধিকারী শ্রোতাদের সংস্পর্শের কারণে। পরিশেষে সকল ডি-এক্সার ও শ্রোতাদের পক্ষ থেকে মরহমের আত্নার শান্তি কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

 

প্রেরক,

শাহজালাল হাজারী

সাধারণ সম্পাদক,

আইআরআইবি ফান ক্লাব, কিশোরগঞ্জ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২