'আন্তর্জাতিক রেডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে রেডিও তেহরান'
https://parstoday.ir/bn/news/letter-i126448-'আন্তর্জাতিক_রেডিওগুলোর_মধ্যে_সবচেয়ে_বেশি_মুগ্ধ_করেছে_রেডিও_তেহরান'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল শ্রোতাবন্ধুকে প্রাণঢালা শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা জানাই। আশা করি সকলে সুস্থ ও নিরাপদে আছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৫, ২০২৩ ১৫:২৫ Asia/Dhaka
  • 'আন্তর্জাতিক রেডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে রেডিও তেহরান'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল শ্রোতাবন্ধুকে প্রাণঢালা শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা জানাই। আশা করি সকলে সুস্থ ও নিরাপদে আছেন।

গত ৩ আগস্ট বৃহস্পতিবার রেডিও তেহরান থেকে প্রচারিত কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ এবং সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত মনোযোগ সহকারে শুনছিলাম। দৃষ্টিপাত শুনে খুবই ভালো লেগেছে। কারণ দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় যা ছিল অত্যন্ত সমসাময়িক।

প্রথম বিষয়টি হল পবিত্র কুরআন পোড়ানো বা অবমাননা বিরুদ্ধে বিভিন্ন নেতৃবৃন্দের নিন্দা। দ্বিতীয় বিষয় হচ্ছে- বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপপ্রচার রোধ করতে চায় সরকার। এ কারণে ফেসবুকের প্রচারণা নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। এ সিদ্ধান্ত থেকে জানা যায়- মূলত ফেসবুকে যে অপপ্রচার হয়, তা প্রতিরোধে করণীয় নিয়ে। বিশেষ করে হেট স্পিচ, ভায়োলেশন টাইপের অপপ্রচারণা ডিলিট, রিমুভ করবে মেটা কর্তৃপক্ষ। ওখান থেকে তারা ব্লক করবে। কোনো ধরনের অপপ্রচার-সাম্প্রদায়িকতা, ঘৃণ্য কিছু এ ধরনের অপপ্রচার তারা ব্লক করবে। তফসিল ঘোষণার পর থেকে এ কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব।

একইদিন রংধনু আসরে পিঁপড়ে আর অহংকারি রাজার গল্প পরিবেশনা করা হয়। গল্পে জানা যায় এক অহংকারী রাজা শেষ পরিণতি ও ক্ষুদ্র জীবের বুদ্ধিমত্তার পরিচয়। আর এ আসর থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। আর তা হল আল্লাহর এই সৃষ্টির দুনিয়াতে কোন জীবের মধ্যে কেউ ছোট কেউ বড় এবং শক্তিহীন নয়। এজন্য কাউকে ছোট করে দেখতে নয়।

২০১২ সাল থেকে সিআরআই, রেডিও জাপানসহ বেশ কয়েকটি রেডিও শুনলেও সবচেয়ে বেশি মুগ্ধ ও বিমোহিত করেছে রেডিও তেহরান। কারণ অন্য রেডিও তুলনায় জনপ্রিয়তার শীর্ষে রেডিও তেহরান।

নিয়মিত অনুষ্ঠান শুনতে রেডিও তেহরানের সাথে থাকুন আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

 

মিয়া মোহাম্মদ ছিদ্দিক
সভাপতি, কটিয়াদী বেতার বন্ধু পরিষদ
ক্রীড়া সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ, 
গ্রামঃ চরঝাকালিয়া, পোঃ জালালপুর, থানাঃ কটিয়াদী, জেলাঃ কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন