জীবনকে পূর্ণতা দেয় রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান
https://parstoday.ir/bn/news/letter-i126640-জীবনকে_পূর্ণতা_দেয়_রেডিও_তেহরানের_বাংলা_অনুষ্ঠান
সুপ্রিয় মহাশয়,​​​​​​​ বাহিরে শ্রাবণের অঝোর ধারায় মন মাতোয়ারা তোমারই সনে। জ্ঞান-গরিমার পূর্ণ প্রকাশ তোমার চিন্তনে ও মননে। শান্তি সুখের উল্লাসে প্রাণে জাগে তোমারই সুর। তোমার সাথে একাত্ম হতে মনে জাগে পুলক। তুমি সন্ধ্যার মেঘমালা। বর্ষাস্নাত এই দিবসে তুমি অম্লান বদনে দিয়ে যাও প্রাণের স্পন্দন। তোমার অমোঘবাণীতে করো আমায় শুদ্ধ ও চির নতুন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ১০, ২০২৩ ১৪:৩৬ Asia/Dhaka
  • জীবনকে পূর্ণতা দেয় রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান

সুপ্রিয় মহাশয়,​​​​​​​ বাহিরে শ্রাবণের অঝোর ধারায় মন মাতোয়ারা তোমারই সনে। জ্ঞান-গরিমার পূর্ণ প্রকাশ তোমার চিন্তনে ও মননে। শান্তি সুখের উল্লাসে প্রাণে জাগে তোমারই সুর। তোমার সাথে একাত্ম হতে মনে জাগে পুলক। তুমি সন্ধ্যার মেঘমালা। বর্ষাস্নাত এই দিবসে তুমি অম্লান বদনে দিয়ে যাও প্রাণের স্পন্দন। তোমার অমোঘবাণীতে করো আমায় শুদ্ধ ও চির নতুন।

জীবনকে সহজ সরলভাবে পরিচালনা করার মধ্যে যে সত্যিকারের জীবনবোধ গড়ে ওঠার বীজ রোপিত থাকে তাকে পূর্ণতা দেয় রেডিও তেহরান বাংলার অনুষ্ঠান। সেই পূর্ণতা প্রাপ্তির মধ্যে শান্তি ও সুখের ঠিকানা মেলে অবলীলাক্রমে। আমাদের মান্যতা, খোদাপ্রেম বা খোদাভীতি আর মানুষ হওয়ার আকাঙ্ক্ষা সেই লক্ষ্য পূরণে সর্বতোভাবে সাহায্য করে থাকে।

কুরআনের বাণী আমাদের সত্য, ন্যায় ও বিশ্বাসের মধ্য দিয়ে বেহেশতে চিরস্থায়ী সুখের সন্ধান দেয়। পরিপূর্ণ হয় মানব জীবন। নচেৎ যাহার  নামের  রাস্তাই খোলা থাকে। যেখানে চরম শাস্তি অনিবার্য। আল্লাহর অসীম কৃপালাভে সদা কৃতজ্ঞচিত্তে আল্লাহকে বিশ্বাস করা ও তাতে আনুগত্য লাভ সম্ভব।

আপনাদের প্রতিটি সাপ্তাহিক অনুষ্ঠান আমার কম-বেশি ভালো লাগে। অন্যদিকে বিশ্বসংবাদ বিশ্বের আয়না। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত সুন্দর উপস্থাপনা। কথাবার্তা ঘরের খবর তাই খুবই আকর্ষণীয়।

 

নমস্কারান্তে

দেবাশীষ গোপ

কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন