প্রবন্ধ প্রতিযোগিতা
'দীর্ঘ ৩৩ বছর ধরে রেডিও তেহরান আমার নিত্যদিনের সঙ্গী'
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হয়েছেন ৯ জন। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ লেখাগুলো পার্সটুডেতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার সেতু রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ সরকারের লেখা।
আমি ১৯৯০ সালে ৮ম শ্রেণীর ছাত্র। তখন থেকেই রেডিও শোনা আমার শখ। রেডিও শোনা, রেডিওতে চিঠি লিখা, চিঠি লেখার পর তাঁদের কাছ থেকে তার উত্তর পাওয়া সব মিলিয়ে রেডিওকে আমি তখন থেকে বন্ধু বানিয়ে ফেলেছি। একটি রেডিও থাকলে একটি একটি নির্দিষ্ট বেতারের সাথে সম্পৃক্ত না থাকলেও কিছু বেতার আছে, যা মনের গহীনে স্থান করে নিতে পারে। সেরকম একটি বেতার, রেডিও তেহরান। রেডিও তেহরানে বাংলা অনুষ্ঠান আমার মনে তখন থেকেই চিরস্থায়ী ভাবে স্থান করে নিয়েছে।
জীবনের বাস্তবতা আমার নিকট থেকে নীরবে-নিভৃতে অনেক কিছু কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। তারপরও জীবনযুদ্ধে জয়ী মনোভাব নিয়ে আশার প্রদীপ জ্বেলে হাজারও ব্যস্ততার মাঝে সারাদিনের কর্মক্লান্তির পরে একটু প্রশান্তির পরশ পেতে যোগ দিই রেডিও তেহরানের সাথে। যেখানে থাকে পাই ইসলামী জ্ঞান ও বিনোদনের এক অন্য রকম পরশ। পশ্চিমা প্রচার মাধ্যম যখন ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করে মিথ্যা তথ্য পরিবেশন করছে। তখন কেবল মাত্র রেডিও তেহরান, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমাদের অন্ধকারে আলোক বর্তিকা হয়ে আলো দেখিয়ে যাচ্ছে। সারা বিশ্বের মুজলম মসলিমদের প্রকৃত অবস্থা সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরে এক অনন্য দৃষ্ঠান উপস্থাপন করেছে।
রেডিও তেহরান নির্মল বিনোদন, জ্ঞান, শিক্ষা ও সর্বস্তরের মানুষের এক আলোকবর্তিকা। যখন রেডিও তেহরান চীনের উইঘুর মুসলিমদের নির্যাতনে কথা প্রচার করে, ফিলিস্তিনিদের করুণ পরিণতি তুলে ধরে, তখন মনে এক অন্য রকম শিহরণ অনুভব করি। একদিন রেডিও তেহরানের অনুষ্ঠান না শুনলে মনে হয় দিনটি অপূর্ণ হয়ে থাকল। রেডিও তেহরান আমার জীবনের সাথে মিশে আছে। যুগ যুগ ধরে বেঁচে থাক রেডিও তেহরান। তোমার পথ চলায় আমি তোমার সঙ্গী। তুমি আছ আমার অনুভবে ভালবাসায় সিক্ত।
১৯৯০-২০২৩ দীর্ঘ ৩৩ বছর ধরে আমার নিত্য দিনের সঙ্গী রেডিও তেহরান। বেশ কয়েকবার রেডিও তেহরান আমার সাক্ষাৎকার প্রচার করেছে। আমি সেই জন্য অনেক ধন্য। রেডিও তেহরান থেকে আমি অনেক উপহার-সামগ্রী পেয়েছি। তবে জ্ঞানগর্ভ অনুষ্ঠান আমার কাছে সেরা উপহার। কিভাবে আহলে বায়তের উপর অন্যায় করা হয়েছে, রেডিও তেহরান না শুনলে কোন দিন সেই প্রকৃত ইতিহাস জানতে পারতাম না। তাই চিরকৃতজ্ঞ রেডিও তেহরা-এর কাছে। আমি যতদিন বেঁচে থাকব রেডিও তেহরানের পাশে থাকব।
শুভেচ্ছান্তে,
সুলতান মাহমুদ সরকার
সভাপতি, সেতু রেডিও ফ্যান ক্লাব
পো: ফেটগ্রাম, উপজেলা: মান্দা
জেলা: নওগাঁ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১