২০ আগস্ট প্রচারিত 'নারী মানব ফুল' অনুষ্ঠান থেকে যা জানলাম
https://parstoday.ir/bn/news/letter-i127226-২০_আগস্ট_প্রচারিত_'নারী_মানব_ফুল'_অনুষ্ঠান_থেকে_যা_জানলাম
আসসালামু আলাইকুম। লিপির শুরুতেই রেডিও তেহরানের সকল কলাকুশলী, শ্রোতাবন্ধু ও শুভানুধ্যায়ীদেরকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আরো শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিভাগের সম্মানিত পরিচালক মহোদয় এবং প্রিয়জনের উপস্থাপকবৃন্দকে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
আগস্ট ২৪, ২০২৩ ১২:২৫ Asia/Dhaka
  • ২০ আগস্ট প্রচারিত 'নারী মানব ফুল' অনুষ্ঠান থেকে যা জানলাম

আসসালামু আলাইকুম। লিপির শুরুতেই রেডিও তেহরানের সকল কলাকুশলী, শ্রোতাবন্ধু ও শুভানুধ্যায়ীদেরকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আরো শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিভাগের সম্মানিত পরিচালক মহোদয় এবং প্রিয়জনের উপস্থাপকবৃন্দকে।

আমি নারী, আমি সব পারি। সবকিছু সামলে নিয়ে রেডিও তেহরানকে কিছুটা সময় দিয়ে সাথে থাকার প্রয়াস আমার নিরন্তর। তবে সেটা কাগজে-কলমে সহজে হয়ে ওঠে না, মানে লেখাটা নিয়মিত হচ্ছে না। তবুও চেষ্টা থাকবে নিয়মিত হবার।

এবার আসা যাক অনুষ্ঠান প্রসঙ্গে। গত ২০ আগস্ট ২০২৩ তারিখে প্রচারিত 'নারী মানব ফুল' অনুষ্ঠানটি আমার কাছে অসাধারণ লেগেছে!

এতে হযরত ফাতিমা (সা. আ.)-এর জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। পিতার প্রতি মমত্ববোধ, ভালোবাসা এবং সন্তানদের প্রতি স্নেহের বিরাট এক নজীর রেখে গেছেন তিনি। সমস্ত মানবকূলের জন্য তিনি আশির্বাদস্বরূপ।

অনুষ্ঠানে শালীনতা এবং পর্দার বিষয়ে তাঁর উত্তম দৃষ্টান্তের ঘটনা জানতে পারলাম। অন্ধলোক থেকেও নিজেকে আড়াল করে রেখেছেন পর্দার খেলাপ হবে ভেবে।

তিনি মহানবীর প্রিয় সন্তান হওয়া সত্ত্বেও সাধারণ জীবনযাপন করেছেন, যা বর্তমান প্রেক্ষাপটে চিন্তাও করা যায় না।

সন্তানদের বিষয়ে যে শিক্ষার কথা আলোচনা করা হয়েছে তা অতুলনী। সত্যিই মা যদি ভালো হয় তাহলে কোন ঘরের সন্তান খারাপ হতে পারে না।

মা-ই সন্তানের প্রথম শিক্ষক। মায়ের কথাবার্তা ও আচরণের অধিকাংশ প্রভাব পড়ে সন্তানদের ওপর। তাই মাকে ভালো হতে হবে সন্তান ভালো করতে চাইলে। মা ধার্মিক হলে সন্তানও ধর্মভীরু হবে, হবে সুশিক্ষিত ও সুনাগরিক। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় ও মানবিক শিক্ষাদান করি।

সর্বোপরি হযরত ফাতিমা (সা. আ.)-এর জীবন দর্শন আমাদের সমাজ, দেশ তথা বিশ্বময় ছড়িয়ে পড়ুক এই কামনা করে শেষ করছি।

 

মোছাঃ রওশন আরা লাবনী

শিশু ও নারী বিষয়ক সম্পাদক

আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।