'রংধনু আসরটি আমাদেরকে ক্ষণিকের জন্য হলেও পরকালের কথা স্মরণ করিয়েছে'
https://parstoday.ir/bn/news/letter-i127492-'রংধনু_আসরটি_আমাদেরকে_ক্ষণিকের_জন্য_হলেও_পরকালের_কথা_স্মরণ_করিয়েছে'
জনাব, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন মহান আল্লাহ পাকের অশেষ কৃপায়। আর কামনাও তাই। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান  আমার প্রিয়। অনুষ্ঠান প্রায়ই নিয়মিত শুনলেও দীর্ঘ সময় ধরে সংসার জীবনের নানান ব্যস্ততার কারণে অনুষ্ঠান সম্বন্ধে নিয়মিত মতামত জানাতে ব্যর্থ হয়েছি। যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ৩০, ২০২৩ ১৭:০২ Asia/Dhaka
  • 'রংধনু আসরটি আমাদেরকে ক্ষণিকের জন্য হলেও পরকালের কথা স্মরণ করিয়েছে'

জনাব, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন মহান আল্লাহ পাকের অশেষ কৃপায়। আর কামনাও তাই। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান  আমার প্রিয়। অনুষ্ঠান প্রায়ই নিয়মিত শুনলেও দীর্ঘ সময় ধরে সংসার জীবনের নানান ব্যস্ততার কারণে অনুষ্ঠান সম্বন্ধে নিয়মিত মতামত জানাতে ব্যর্থ হয়েছি। যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

রেডিও তেহরান থেকে গত ২৪ আগস্ট প্রচারিত রংধনু আসরটি ছিল এক ভিন্নধর্মী অনুষ্ঠান। ইব্রাহিম ইবনে আদহাম-এর জীবনের যে কয়েকটি সত্য ঘটনা এতে  তুলে ধরা হয়েছে তা আমাদের হৃদয়কেও স্পর্শ করে গেছে। অনুষ্ঠানটি আমাদেরকে ক্ষণিকের জন্য হলেও পরকালের কথা স্মরণ করিয়েছে। দুনিয়াদারির মধ্যে নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত না রেখে পরম করুণাময় আল্লাহপাকের  সান্নিধ্য লাভের জন্য যে ইবাদত-বন্দেগী করার একান্ত প্রয়োজন সেই শিক্ষা এই অনুষ্ঠান থেকে পেলাম।

এই অনুষ্ঠান থেকে আখেরাতের রাজত্বের কাছে দুনিয়ার রাজত্ব যে কত তুচ্ছ তা যেমন জানতে পারলাম, তেমনি জানতে পারলাম দুনিয়ার মোহ ত্যাগ করতে না পারলে আধ্যাত্মিকজ্ঞান লাভ করাও সম্ভব নয়। এতো মূল্যবান ও জ্ঞানবর্ধক অনুষ্ঠান  আমাদেরকে যিনি উপহার দিয়েছেন সেই আশরাফুর রহমান ভাইকে জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। আগামীতে আরও অনেক অনেক মূল্যবান অনুষ্ঠান তার কাছ থেকে উপহার পাবো এই প্রত্যাশা রেখে এবং রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলীদেরকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের লিখার যবনিকা টানলাম। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন- এই কামনা রইলো।

 

শুভেচ্ছান্তে 

নিজামুদ্দিন শেখ

সভাপতি, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব

গ্রাম: নওপাড়া, পোস্ট: নওপাড়া শিমুলিয়া

জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০