শ্রোতাদের মতামত
'প্রিয়জন থেকে আমরা প্রতি সপ্তাহে কিছু মূল্যবান কথা জানতে পারি'
মহাশয়, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকাল মেইল করার তেমন সময় পাই না তবে অনুষ্ঠান নিয়মিত শোনার চেষ্টা করি। রেডিও তেহরানের প্রায় সব অনুষ্ঠান আমার পছন্দ। আপনাদের কিছু কিছু খবর খুবই নিরপেক্ষ। পাশ্চাত্যের মিডিয়া যে খবরগুলি চেপে যায় আপনারা তা প্রচার করেন। ভারত বাংলাদেশের খবর দেওয়ার সময় আপনারা যেভাবে দুই পক্ষের কথা তুলে ধরেন সেটি আজকাল অধিকাংশ সংবাদ মাধ্যম করে না।
২১ আগস্ট দৃষ্টিপাত অনুষ্ঠানে আল আকসা মসজিদে আগুন ধরানোর বার্ষিকী এবং বাংলাদেশে রুপালি ইলিশের দাম নিয়ে প্রতিবেদন ভালো লেগেছে। একইদিন আমাদের সবারপ্রিয় চিঠিপত্রের আসর প্রিয়জন শুনেছি। এই অনুষ্ঠানের একটি বড় বৈশিষ্ট্য হল- আশরাফুর রহমান সাহেব কোনো হাদিস বা বাণী দিয়ে আসর শুরু করেন যা থেকে আমরা প্রতি সপ্তাহে কিছু মূল্যবান কথা জানতে পারি। শ্রোতাদের চিঠিপত্র বা সাক্ষাৎকার শুনতে খুব ভালো তবে আমার মনে হয় শ্রোতারা গঠনমূলক পত্র কম লেখে।
তবে একথা সত্য যে, রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ফেসবুকে বেশ কিছু বন্ধু নিয়মিত অন্য বন্ধুকে শেয়ার করছেন।
এবার একটি অন্য প্রসঙ্গ। আমাদের একটি শ্রোতা ক্লাব আছে আমরা এই শ্রোতা ক্লাব এর মাধ্যমে কিভাবে রেডিও শ্রোতা সংখ্যা বাড়ানো যায় তার চেষ্টা করি। আমরা সব সময় প্রতিযোগিতা ও সার্ভে আয়োজন করে থাকি। আমরা পুরস্কার হিসেবে রেডিও, টি-শার্ট, এয়ারফোনে, রুমাল, রাইটিং প্যাড, ঘড়ি, স্ট্যাম্প সেট ও অন্যান্য জিনিস দিয়ে থাকি। এ পর্যন্ত আমরা প্রায় চারশ'র বেশি শ্রোতাকে উপহার দিয়েছি। রেডিও তেহরানকে নিয়ে আমরা একটি সার্ভে ও একটি প্রতিযোগিতা করেছি এবং বিজয়ীদের উপহার দিয়েছি।
অনেক কথা লিখে ফেলেছি, অনেকদিন পত্র লিখিনি তাই একটু বড় হয়ে গেল। ক্ষমা করবেন। আর সবাই ভালো থাকবেন।
আনন্দ মোহন বাইন
প্রেসিডেন্ট, পরিবার বন্ধু শর্টওয়েভ লিসেনার্স ক্লাব
ভিলাই, দুর্গ, ছত্তিশগড়, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৭