'মুক্ত সংবাদমাধ্যম হিসেবে রেডিও তেহরান সবসময় নিরপেক্ষতা বজায় রাখে'
https://parstoday.ir/bn/news/letter-i128106-'মুক্ত_সংবাদমাধ্যম_হিসেবে_রেডিও_তেহরান_সবসময়_নিরপেক্ষতা_বজায়_রাখে'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান পরিবারের সবাইকে জানাই বাংলা থেকে ভাদ্র মাসের পাকা তালের শুভেচ্ছা। যদিও আমার জানা নেই যে, ইরানে আমাদের দেশের মতো সুস্বাদু এবং মজাদার তাল পাওয়া যায় কিনা! জানাবেন আশা করি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ২১:১৭ Asia/Dhaka
  • 'মুক্ত সংবাদমাধ্যম হিসেবে রেডিও তেহরান সবসময় নিরপেক্ষতা বজায় রাখে'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান পরিবারের সবাইকে জানাই বাংলা থেকে ভাদ্র মাসের পাকা তালের শুভেচ্ছা। যদিও আমার জানা নেই যে, ইরানে আমাদের দেশের মতো সুস্বাদু এবং মজাদার তাল পাওয়া যায় কিনা! জানাবেন আশা করি।

আজ কয়েকটি বিষয়ে আমার মতামত জানাতে লিখতে বসলাম। প্রথমেই বিশ্বসংবাদ প্রসঙ্গ। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানে প্রচারিত বিশ্ব সংবাদের সারমর্মে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বিশ্বের কোথায় কী ঘটল, তার বৃত্তান্ত শুনতে আমাদের আগ্রহ আরো বাড়তে থাকে। একটি মুক্ত সংবাদমাধ্যম হিসেবে একমাত্র রেডিও তেহরানই সঠিক সংবাদ প্রচারে সবসময় নিরপেক্ষতা বজায় রাখে। যা অন্যকোনো বেতার থেকে আশা করা দুস্কর।

'পত্র পত্রিকার পাতা'র অনুষ্ঠান 'কথাবার্তা'য় গুরুত্বপূর্ণ দু'টি সংবাদের বিশ্লেষণ করেন সিরাজুল ইসলাম ভাই। উনি সহজ-সরল ভাষায় তথ্য ও যুক্তি দিয়ে এমনভাবে বিশ্লেষণ করেন যে, তা সকল শ্রোতাদের হৃদয়ে গেঁথে যায়।

আশরাফ ভাইয়ের প্রযোজিত 'রংধনু আসর' অনুষ্ঠানটি যদিও শিশু-কিশোরদের জন্যে হলেও কিন্তু আমি যখন শুনি তখন মনে হয়- আমি 'বুড়ারাজ' নই সত্যি সত্যি 'যুবরাজ' বনে যাই!

'নারী: মানব ফুল' অনুষ্ঠান জীবনকে শান্তিময় এবং প্রেমময় করার অসাধারণ একটি অনুষ্ঠান।

'কুরআনের আলো' যেন রেডিও তেহরানের প্রতিটা শ্রোতার ঘরে কুরআনের আলোয় আলোকিত এক মশাল।

এর সাথে যুক্ত আছে অসাধারণ একটি আয়োজন হচ্ছে 'চিঠিপত্রের আসর প্রিয়জন'। আশরাফ ভাইয়ের নির্মিত এ অনুষ্ঠানটি যেন একটা ম্যাজিক! অনুষ্ঠানে যেন আমরা সবাই তখন একে অপরের আপনজন হয়ে শুনতে থাকি। সুস্থ থাকতে চাই ডাক্তারের পরামর্শ। আর তাইতো শুনতে ভুল হয় না স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি।

বাকী অনুষ্ঠানগুলো নিয়ে লিখব অন্য কোনোদিন। এমন সব সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগ-এর সকল কর্মকর্তা, কর্মচারি এবং কলাকুশলীকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনারা যে যেখানে আছেন সবাইকে মহান আল্লাহ সব সময়, ভালো ও নিরাপদে রাখুন এ কামনায় বিদায় নিচ্ছি।

 

শুভেচ্ছান্তে,

মো. জাকারিয়া চৌধুরী যুবরাজ

প্রেসিডেন্ট,

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪