'রেডিও শোনার স্বার্থকতা, রেডিও শোনার প্রাপ্তি'
https://parstoday.ir/bn/news/letter-i128148-'রেডিও_শোনার_স্বার্থকতা_রেডিও_শোনার_প্রাপ্তি'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা ও প্রার্থনা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৪:২৪ Asia/Dhaka
  • 'রেডিও শোনার স্বার্থকতা, রেডিও শোনার প্রাপ্তি'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা ও প্রার্থনা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।

গত ১৪ই সেপ্টেম্বর ২০২৩ রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানে শুনলাম যে, 'ইরান- সৌদি আরবের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে’। 'ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে রিয়াদ বদ্ধপরিকর' বলে মন্তব্য করেছেন ইরানে নিযুক্ত নয়া সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি।

গত মার্চ মাসে ইরান ও সৌদি আরব চীনের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তিতে ২০১৬ সালে ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়। ইরান গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে রিয়াদে নিজের দূতাবাস ও জেদ্দায় নিজের কনস্যুলেট চালু করে। এরপর সৌদি আরব তেহরানে তার দূতাবাস ও মাশহাদ শহরে তার কনস্যুলেট উদ্বোধন করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত আগস্ট মাসে রিয়াদ সফর করে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে ‘খোলামেলা ও ফলপ্রসূ’ আলোচনা করেন।

মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহে সৌদি ইরান কূটনৈতিক সমঝোতা ও সম্পর্ক স্থাপন একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। যারা রেডিও তেহরান নিয়মিত শুনেন বা পার্স টুডে ভিজিট করেন তারা এই সম্পর্কের গুরুত্ব নিশ্চয় উপলব্ধি করতে পারবেন।

আমরা যারা অপেক্ষাকৃত সচেতনভাবে মধ্য প্রাচ্যের খবরাখবর নিয়ে আলোচনা করি, লক্ষ রাখি, তারা এটা জানি। কিন্তু এর বাইরেও রেডিও তেহরানের অনেক শ্রোতা আছেন, যারা অপেক্ষাকৃত কম সচেতন! বা কম পড়াশোনা জানা! বলে আমরা মনে করি, তাদের সম্পর্কে আমার একটি নতুন অভিজ্ঞতা হলো।

সেদিন আমাদের গ্রামে মহিরুদ্দিন-এর চায়ের দোকানে কথা হচ্ছিল। মহির ভাই সারা বিশ্বের খবর রাখে রেডিওর খবর শুনে। নিয়মিত রেডিও তেহরান ও বিবিসি শুনতো, যার বিষয়ে আমি জানি। বিবিসি বন্ধ হওয়াতে তার হতাশার শেষ নেই! খুব কষ্টে মাঝে মধ্যে রেডিও তেহরান শোনে; আর শোনে আকাশবাণীর খবর। খবর শোনা তার নেশা। 

সে আমাকে বলল, চীন একটা খুব ভালো কাজ করেছে! আমি জিজ্ঞাসা করলাম, কী ভালো কাজ করলো? মহির ভাই জানালো, ইরান আর সৌদি আরবের মধ্যে বন্ধু করে দিয়েছে। নতুনভাবে আবার সম্পর্ক স্থাপন!

আমি তো অবাক, একজন পড়ালেখা না জানা লোক একটা আন্তর্জাতিক খবরের বিষয়ে তার রায় জানাচ্ছে; এর জন্যে কোন দেশ কী ভূমিকা পালন করেছে, সেটা ভালো না মন্দ সেসবও বলে দিতে পারছে! এটাই বোধহয় রেডিও শোনার স্বার্থকতা, রেডিও শোনার প্রাপ্তি।

আমি পাশের বন্ধুকে বললাম, কী বুঝলে? ভালো ভালো পড়ালেখা জানা লোকেদের জিজ্ঞাসা কর, তারা বলতেও পারবে না এসব ঘটনাবলী, সম্পর্ক আর কার কী ভূমিকা! আমার বন্ধু ও অবাক! সে বলল: আরে আমরা তো আন্তর্জাতিক খবর মানে ইউক্রেনের যুদ্ধ আর আমেরিকা কী করল তার বাইরে কিছুই জানি না।

যাইহোক, আমরাও সৌদি রাষ্ট্রদূত-এর ভাষায় বলি, দু’দেশের মধ্যে পুনঃস্থাপিত সম্পর্ককে যৌথ স্বার্থ, পারস্পরিক সম্মানবোধ ও সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। এ সম্পর্ক মধ্যপ্রাচ্যের ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত হোক।

 

অফুরন্ত শুভ কামনাসহ-

এস এম নাজিম উদ্দিন
ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব
বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।