'রেডিও তেহরানের অনুষ্ঠান থেকে অনেককিছু জানা যায় এবং জ্ঞানের প্রসার ঘটে'
https://parstoday.ir/bn/news/letter-i128228-'রেডিও_তেহরানের_অনুষ্ঠান_থেকে_অনেককিছু_জানা_যায়_এবং_জ্ঞানের_প্রসার_ঘটে'
আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি রেডিও তেহরানের সবাই সুস্থ ও ভালো আছেন। গত ১০ সেপ্টেম্বর (রবিবার) রেডিও তেহরান থেকে প্রচারিত অর্থসহ কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, দুই বাংলার পত্রপত্রিকার অনুষ্ঠান কথাবার্তাসহ সাপ্তাহিক আয়োজন সকল খুবই ভালো লেগেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১১:০০ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের অনুষ্ঠান থেকে অনেককিছু জানা যায় এবং জ্ঞানের প্রসার ঘটে'

আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি রেডিও তেহরানের সবাই সুস্থ ও ভালো আছেন। গত ১০ সেপ্টেম্বর (রবিবার) রেডিও তেহরান থেকে প্রচারিত অর্থসহ কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, দুই বাংলার পত্রপত্রিকার অনুষ্ঠান কথাবার্তাসহ সাপ্তাহিক আয়োজন সকল খুবই ভালো লেগেছে।

সত্যি বলতে কী, রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনলে অনেককিছু জানা যায়। বস্তুনিষ্ঠ সংবাদ শুনতে পারা যায় এবং জ্ঞানের প্রসার ঘটে।

১০ সেপ্টেম্বর বিশ্বসংবাদে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও জাতীয় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও গুরুত্বপূর্ণ সংবাদ জানতে পেরে মুগ্ধ হয়েছি। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে আন্তর্জাতিক ও জাতীয় দুটি প্রতিবেদন ছিল খুবই চমৎকার। প্রথম বিষয় হল নিউইয়র্কে কুরআন অবমাননা নিয়ে আর দ্বিতীয় বিষয় বাংলাদেশে ডেঙ্গু মহামারির ওপর।

ওই দিনের সবচেয়ে বেশি আকর্ষনীয় অনুষ্ঠান ছিল সোনালি সময়। এতে ওইদিন বিয়ে নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান থেকে জানতে পারি যে, বিয়ে একজন ছেলে বা মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কারণ বিয়ে ছাড়া সংসার সাজানো যায় না। বিয়ে উপযুক্ত সময় হল যৌবনকাল। মানুষের জীবনে বিয়ে করে সংসারী হওয়া অপরিহার্য। বিয়ে মানুষকে দেয় সামাজিক মর্যাদা ও ব্যক্তিত্ব। মানুষ সামাজিক জীব। সমাজ গঠনের ইউনিট গড়ার বিয়ে গুরুত্বপূর্ণ। বিয়ে করা ইসলামের একটি অন্যতম বিধান। বিয়ে নিয়ে হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, বিয়ে করা সুন্নত।

অনুষ্ঠানটি থেকে বিয়ে সম্পর্কে সুন্দর, আকর্ষণীয় তথ্য জানতে পেরে সবাই উপকৃত হয়েছে বলে বিশ্বাস করি। এরকম আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান শুনতে পারব- এই প্রত্যাশা রাখি রেডিও তেহরানের বাংলা বিভাগের কাছে।

একই দিন পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তায় সিরাজুল ইসলামের সংবাদ বিশ্লেষণ ছিল অনবদ্য। আরেক সাপ্তাহিক আয়োজন 'নারী: মানব ফুল'-এ সভ্যতা ও নারীদের সামাজিক গুরুত্বগুলো শুনতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সবশেষে সবার সর্বক্ষণ মঙ্গল কামনা করে লেখা শেষ করছি। রেডিও তেহরান অনেক এগিয়ে যাবে এই প্রত্যাশা রইল।

 

মিয়া মোহাম্মদ ছিদ্দিক

ক্রীড়া সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ

গ্রামঃ চরঝাকালিয়া, পোঃ জালালপুর, থানাঃ কটিয়াদী

জেলাঃ কিশোরগঞ্জ, বাংলাদেশ।  

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮