শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের জ্ঞানগর্ভ অনুষ্ঠানগুলো নিরবছিন্নভাবে শুনে যাচ্ছি'
প্রিয় জনাব/জনাবা, আসসালামু আলাইকুম। চিঠির শুরুতেই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম নিবেন। আশা রাখি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। এদিকে আমিও মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ শরীরে ভালো আছি।
যাকে ভালোবাসি, তাকে না লিখে কি থাকা যায়? ভালোবাসা আর ভালোলাগার টানেই আমি রেডিও তেহরানের বাংলা বিভাগের জন্মলগ্ন থেকে আজ অবধি প্রিয় বেতারের তথ্য ও তত্ত্বে ভরপুর চমৎকার সব জ্ঞানগর্ভ অনুষ্ঠানগুলো নিরবছিন্নভাবে শুনে যাচ্ছি।
তাইতো আজকে আপনাদের সম্প্রচারিত ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের অনুষ্ঠানমালার উপর আলোকপাত করছি।
প্রতিদিনের ন্যায় পবিত্র কুরআন তেলাওয়াত ও বঙ্গানুবাদ থেকে শুরু করে সংক্ষিপ্ত সংবাদ পর্যন্ত প্রতিটি অনুষ্ঠান আমি অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছি।
প্রতিদিনের তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ বিশ্বসংবাদ, সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে সমসাময়িক ঘটনার উপর প্রতিবেদনগুলো এবং কথাবার্তায় ঢাকা ও কলকাতার দৈনিক পত্র-পত্রিকাগুলোর শিরোনাম এবং বিশ্লেষণধর্মী রিপোর্টগুলো শুনে গোটা বিশ্ব সম্পর্কে একটা সম্যক ধারণা অর্জন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
গত ১৩-০৯-২০২৩ তারিখে গাজী আব্দুর রশিদ সাহেবের উপস্থাপিত 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানের ৮ম পর্বে ডা. আবু কামরান রাহুল সাহেবের সাক্ষাৎকারে মায়েদের গর্ভকালীন সময়ে ডায়াবেটিক রোগীদের করণীয় সম্পর্কে আলোচনাটি শুনে বেশ ভালো লেগেছে।
গত ১৪-০৯-২০২৩ তারিখে নাসির মাহমুদ ও রেজওয়ান হোসেন ভাইয়ের উপস্থাপনায় হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওফাত এবং ইমাম হাসান (আ.) এর শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানটি শুনে ভীষণ ভীষণ ভালো লেগেছে।
গত ১৫-০৯-২০২৩ তারিখে সুঅভ্যাস গড়ে তোলার উপর সাপ্তাহিক 'সুন্দর জীবন' অনুষ্ঠানে সৃজনশীলতা বিকাশের উপর চমৎকার আলোচনাটি শুনে দারুণভাবে মুগ্ধ হয়েছি।
গত ১৬-০৯-২০২৩ তারিখে সোহেল আহম্মেদ ও রেজওয়ান হোসেন ভাইয়ের চমৎকার উপস্থাপনায় হযরত রেজা (আ.)-এর শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানটি শুনে দারুণ ভালো লেগেছে।
১৭-০৯-২০২৩ তারিখে সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান 'সোনালি সময়'-এর ১৯তম পর্বে তরুণদের মাদকাসক্ত বিষয়ের উপর আলোচনাটি এবং শেখ মফিদের জীবনীর উপর বিশেষ আলোচনাটি শুনে যার পর নাই খুশি হয়েছি।
উপরিক্ত সাপ্তাহিক মনোগ্রাহি, শিক্ষণীয় এবং জ্ঞানগর্ভ অনুষ্ঠানগুলো অত্যন্ত পরিশ্রম করে উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগের প্রতিটি কর্মী ভাই-বোনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আজ আর অতিরিক্ত লিখে আপনাদের বিরক্ত করতে চাইনে। আপনারা সব্বাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নিরন্তন। পরবর্তী চিঠিতে আবারও অনেক কথা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।
রেডিও তেহরানের সিনিয়র শ্রোতা বন্ধু
মোখলেছুর রহমান
মহাপরিচালক, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল
খাদিমপুর বাজার, কুষ্টিয়া।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮