শ্রোতাদের মতামত
রেডিও তেহরানের 'নারী: মানব ফুল- অনুষ্ঠানের শেষ পর্ব সম্পর্কে মতামত
আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৫ অক্টোবর, রোববার প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে শেষ প্রান্তিকে প্রচারিত ‘নারী : মানব ফুল’ ছিল সেরা অনুষ্ঠান।
বিশ্বের অর্ধেক মানুষ নারী। যুগে যুগে বিশ্বকে শাসন ও নিয়ন্ত্রণ করেছে পুরুষরা। কিন্তু নারীদের ছাড়া পুরুষরা অচল। তাই নারী-পুরুষ সম্মিলিতভাবে এ পৃথিবীকে সুন্দর ও সুখি হিসেবে গড়ে তুলতে হবে। আর এ কথাটি পরিপূর্ণভাবে উপলব্ধি ও বাস্তবায়ন করেছে ইসলাম।
‘নারী : মানব ফুল’ অনুষ্ঠান থেকে নারীরা তাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করার তথ্য পায়, সুন্দরভাবে গড়ে তুলার অনুপ্রেরণা পায়। তবে এ অনুষ্ঠানটি শুধু নারীদের নয়, পুরুষদেরও শোনা উচিত। কেননা এতে একইসাথে পুরুষদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বলা হয়েছে।
১৫ অক্টোবর তারিখে ‘নারী : মানব ফুল’ অনুষ্ঠানটির ৩৯তম পর্ব তথা শেষ পর্ব প্রচারিত হয়। সর্বশেষ পর্বটির উপস্থাপনায় ছিলেন আকতার জাহান ও নাসির মাহমুদ। এটি শেষ পর্ব জেনে মনটা খারাপ হয়েই গেল। কেননা এতদিন ধরে এ অনুষ্ঠানটি শুনে আসছি এবং নারীর মর্যাদা ও সম্মান সম্পর্কে জেনে আসছি। প্রতিটি পর্ব শুনে নতুন করে উপলব্দি করতাম আমাদের আরো কত কিছুইনা জানার আছে, শেখার আছে। অনুষ্ঠানের পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করতাম এবং জীবনকে আরো সুখি ও সুন্দর করার প্রয়াস পেয়েছিলাম। আজ থেকে সে সুযোগ শেষ হয়ে গেল।
তবে এটিই রীতি। এখন হয়ত নতুন কোন বিষয় নিয়ে নতুন অনুষ্ঠান প্রচারিত হবে। আমরাও জানতে পারব নতুন বিষয়। হয়ত জীবনের অন্য কোন দিককে গড়ে তুলার উপায় জানতে পারব। রেডিও তেহরানের এটিই মাহাত্ম্য। শুধু খবর, বিশ্লেষণ ও ইরান বিষয়ক তথ্য প্রচার করেই ক্ষান্ত হয়নি এ বেতার কেন্দ্রটি। বরং একজন মানুষ তার জীবন ও পরিবারকে সুখি ও সুন্দরভাবে গড়ে তুলার কৌশলও শিখিয়ে দিচ্ছে।
‘নারী : মানব ফুল’ অনুষ্ঠানটি শেষ হওয়ার কষ্টটা থাকবে না যদি এর সবগুলো পর্ব আর্কাইভে থাকে। আর্কাইভে থাকলে আমরা যখন যে পর্ব দরকার, তা শুনে নিতে পারব; আর ওয়েবে থাকলে ইচ্ছেমত সময়ে তা আবার পড়তে পারব।
আসলে ইসলাম তো পুরুষ ও নারীকে সমান মর্যাদা দিয়েছে। তবে নারীর প্রধান কাজ পরিবার ও শিশুদের লালন-পালন করা। এতে পরিবার, সমাজ ও দেশ উপকৃত হয়, উপকৃত হয় পুরো মানবগোষ্ঠী। আমরা যেন ‘নারী : মানব ফুল’ অনুষ্ঠানে প্রচারিত আদর্শ অনুযায়ী নিজের স্ত্রী ও পরিবারকে পরিচালনা করতে পারি, একটি সুন্দর পরিবার ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারি।
এতদিন ধরে এমন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অনুষ্ঠান প্রচার করায় রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই। এখন আমরা নতুন ধারাবাহিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকব।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-২৩০০
বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৫