'রেডিও তেহরানের মনোগ্রাহী ও সময়োপযোগী অনুষ্ঠানমালা শুনতে মিস করি না'
https://parstoday.ir/bn/news/letter-i129690-'রেডিও_তেহরানের_মনোগ্রাহী_ও_সময়োপযোগী_অনুষ্ঠানমালা_শুনতে_মিস_করি_না'
প্রিয় জনাব/জনাবা, চিঠির শুরুতেই আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা রাখি আপনারা সবাই সুস্থ শরীরে ভাল আছেন। আমিও ভালো আছি। একজন ভক্ত, গুণগ্রাহী, অনুরাগী সিনিয়র শ্রোতা হিসাবে আমি একদিনের জন্যেও রেডিও তেহরানের সম্প্রচারিত বাংলা অনুষ্ঠান না শুনে মোটেও থাকতে পারি না। তাইতো শত কাজ উপেক্ষা করে প্রিয় বেতারের তথ্য সমৃদ্ধ, শিক্ষণীয়, জ্ঞানবর্ধক, মনোগ্রাহী ও সময়োপযোগী সব অনুষ্ঠানমালা শুনতে মিস করি না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২১, ২০২৩ ২৩:০৭ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের মনোগ্রাহী ও সময়োপযোগী অনুষ্ঠানমালা শুনতে মিস করি না'

প্রিয় জনাব/জনাবা, চিঠির শুরুতেই আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা রাখি আপনারা সবাই সুস্থ শরীরে ভাল আছেন। আমিও ভালো আছি। একজন ভক্ত, গুণগ্রাহী, অনুরাগী সিনিয়র শ্রোতা হিসাবে আমি একদিনের জন্যেও রেডিও তেহরানের সম্প্রচারিত বাংলা অনুষ্ঠান না শুনে মোটেও থাকতে পারি না। তাইতো শত কাজ উপেক্ষা করে প্রিয় বেতারের তথ্য সমৃদ্ধ, শিক্ষণীয়, জ্ঞানবর্ধক, মনোগ্রাহী ও সময়োপযোগী সব অনুষ্ঠানমালা শুনতে মিস করি না।

প্রতিদিনের মত আজকেও (২০ অক্টোবর-২০২৩) আপনাদের পরিবেশিত অর্থসহ কোরআন তেলাওয়াত থেকে শুরু করে সংক্ষিপ্ত সংবাদ পর্যন্ত প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছি।

আজকে নাসির মাহমুদ ভাইয়ের কণ্ঠে বিশ্ব সংবাদ; বিশ্ব সংবাদের মাঝে ঢাকা ও কলকাতার বিশেষ সংবাদ দাতার পাঠানো রিপোর্ট দু'টি এবং সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ফিলিস্তিনি পরিস্থিতির উপর পর্যালোচনাটি ও ঢাকা থেকে বাদশা রহমানের বাংলাদেশে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার উপর রিপোর্টটি শুনে চলমান বিশ্বের ঘটে যাওয়া ঘটনার খবরাখবর জেনে বেশ ভাল লেগেছে।

সুঅভ্যাস গড়ে তুলার উপায় সম্পর্কে গাজী আব্দুর রশিদ ভাই ও আকতার জাহান আপার সুনিপুণ উপস্থাপনায় "সুন্দর জীবন" নামক অনুষ্ঠানে কর্মক্ষেত্রে শিষ্টাচার সম্পর্কে চমৎকার আলোচনাটি শুনে আমি দারুণ ভাবে মুগ্ধ হয়েছি।

আজকে প্রান্তিক অনুষ্ঠান কথাবার্তায় সুপ্রিয় আশরাফুর রহমান ভাইয়ের পরিবেশিত ঢাকা ও কলকাতার প্রধান প্রধান দৈনিক পত্র-পত্রিকার শিরোনাম ও বিস্তারিত; রাজনৈতিক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনে গাজী আব্দুর রশিদ ভাইয়ের সাক্ষাৎকার গ্রহণে জনাব অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ সাহেবের চমৎকার সাক্ষাৎকারে গাজায় ইসরাইলের গণহত্যার উপর আলোচনাটি শুনে আবেগ-আপ্লুত হয়ে পড়ে ছিলাম!!!

আজকের গোটা অনুষ্ঠান ব্যাপিই ছিল গাজা ভূখণ্ডে দখলদার ইসরাইলি দানব বাহিনীর বর্বরোচিত গণহত্যার করুণ কাহিণীর উপর দুঃসংবাদ! এই বিপদের সময় যদি আমি ফিলিস্তিনি নীরিহ, বিপন্ন, অসহায়, নিরন্ন, নিগৃত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। অত্যাচারিত জালেম সরকার আমেরিকার পৌষ্য পুত্র ইসরাইলের ক্ষমতা একদিন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে ভেঙ্গে চুর্ণ-বিচির্ণ হয়ে যাবে। সেই সাথে তার পরম বন্ধু রাষ্ট্রগুলোর মুখে ছাই পড়বে। ফিলিস্তিনে ইসলামের জয় হবেই হবে ইনশাআল্লাহ। কোন অত্যাচারিত শাসকই দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা কায়েম করতে পারে না! একদিন না একদিন এই অত্যাচারিত শাসকের পতন ও ধ্বংস হবেই হবে। মহান রাব্বুল আলামীন ফিলিস্তিনি মুসলমানদের হেফাজন করুণ - আমীন।

রেডিও তেহরানের প্রাণপ্রিয় ভাই ও বোনদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। শুভেচ্ছান্তে -

 

রেডিও তেহরানের সিনিয়র শ্রোতাবন্ধু

 

মোখলেছুর রহমান

খাদিমপুর বাজার,

কুষ্টিয়া, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১