গাজায় ইসরাইলি বর্বরতায় বিশ্বের শান্তিকামী মানুষ উদ্বিগ্ন ও দিশেহারা
(last modified Mon, 20 Nov 2023 09:27:33 GMT )
নভেম্বর ২০, ২০২৩ ১৫:২৭ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি বর্বরতায় বিশ্বের শান্তিকামী মানুষ উদ্বিগ্ন ও দিশেহারা

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। চিঠির শুরুতেই ফিলিস্তিনের মজলুম, নিপীড়িত, নির্যাতিত মানুষের প্রতি সমবেদনা জানাই। ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর একের পর এক বর্বরোচিত হামলা চালাচ্ছে। ইহুদিবাদীদের এই হামলা অন্য যেকোন সময়ের বর্বরতাকে হার মানিয়েছে, অন্য যেকোন সময়ের অমানবিক পরিস্থিতিকে ছাড়িয়ে গেছে।

বিশ্বের শান্তিকামী মানুষ আজ উদ্বিগ্ন এবং দিশেহারা, এই বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল। এই যুদ্ধাবস্থা থেকে ফিলিস্তিনের সাধারণ, নিপীড়িত, নির্যাতিত মানুষকে বাঁচাতে বিশ্বের দুই বড় সামরিক ও পারমানবিক শক্তিধর দেশ রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসা জরুরি। কারণ রাশিয়া হলো ফিলিস্তিনের পক্ষে থাকা পারমানবিক শক্তিধর দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র হলো ইসরাইলের পক্ষে থাকা পারমানবিক শক্তিধর দেশ।

রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বড় কোন আলোচনা সম্পন্ন না হলে ফিলিস্তিনের এই মানবিক বিপর্যয় এবং যুদ্ধ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। পারমানবিক যুদ্ধের এক ভয়াবহ আশংকা তো রয়েছেই।

আজ মানবতা বিপন্ন। ফিলিস্তিনের অসহায়, মজলুম মানুষগুলোর দিকে তাকালে চারদিক যেন অন্ধকার হয়ে আসে। ফিলিস্তিনের গাজায় একের পর এক ইহুদিবাদী ইসরাইলের হামলা বারবার জানান দিচ্ছে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ পরাশক্তির ছায়াকে। সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররাই পারে ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের চাপিয়ে দেয়া বর্বর যুদ্ধকে থামাতে। তা না হলে মানবতা বিপন্ন হয়ে পড়বে। ফিলিস্তিনের ভূখণ্ডে চলা এই যুদ্ধ যদি দেশে দেশে ছড়িয়ে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। আরব ও মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ এবং জোড়ালো অবস্থানই পারে ইহুদিবাদী নৃশংস ইসরাইলকে দমন করতে। আরব ও মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ এবং জোড়ালো অবস্থানই পারে ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিলিস্তিনিদের হাতে ফেরত দিতে।  

ইসলামিক রিপাবলিক অব ইরান যে জোড়ালো অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে নিয়েছে এই রকম জোড়ালো অবস্থান সকল মুসলিম দেশগুলোর নেয়া জরুরি হয়ে পড়েছে। ফিলিস্তিনের পক্ষে ইয়েমেন এবং সিরিয়া এর অবস্থানও অত্যন্ত জোড়ালো।

ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান এবং এর ওয়েবসাইট পার্সটুডে যে জোড়ালোভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে ও প্রচারণা চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।

আহলে বাইত (আ.) এর প্রতি লাখো কোটি সালাম। মানবতার জয় হোক। ফিলিস্তিনিদের জয় হোক।

মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান-এর সকল কলাকুশলী এবং শ্রোতা শুভানুধ্যায়ী; রেডিও তেহরান এর অনলাইন সংস্করণ পার্সটুডে'র সকল পাঠক এবং শুভানুধ্যায়ীদেরকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। ইসলামিক রিপাবলিক অব ইরান এর সফলতা কামনা করছি। 

 

শুভেচ্ছান্তে

এস. এম. হৃদয় রহমান,

ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী।

গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,

ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

ট্যাগ