নভেম্বর ২২, ২০২৩ ২০:৩৭ Asia/Dhaka
  • শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠান রংধনু আসর সম্পর্কে মতামত

জনাব, আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আশা করি আল্লাহর রহমতে সকলে কুশলে আছেন।

আজ যে অনুষ্ঠান নিয়ে লিখছি তা হলো ১৬ই নভেম্বর প্রচারিত রংধনু আসর। 'লোভের পরিণতি' সম্পর্কে কয়েকটি মহামূল্যবান বাণী, লোভ নিয়ে দুটি শিক্ষণীয় গল্প এবং সবশেষে সুন্দর একটি উপদেশমূলক গান নিয়ে গাজী আবদুর রশিদ ভাই এবং আক্তার জাহান আপার মনোগ্রাহী পরিবেশনা আজকের রংধনু আসর অত্যন্ত চিত্তকর্ষক ছিল।

অনুষ্ঠানের শুরুতে লোভের পরিণতি সম্পর্কে বিশ্বনবী (সা.), হযরত আলী (আ.) এবং ইমাম বাকির (আ.)- এর কয়েকটি মহামূল্যবান বাণীগুলো অনুভব করলাম। আসলেই লোভী ব্যক্তি সমাজের জন্য দুঃখ কষ্টের কারণ। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমাদের বিপথে চালিত করে। আমাদের লোভ পরিহার করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। 

রংধনু আসরে সুন্দর দুটি মজার গল্প শুনলাম। প্রথমে হযরত ঈসা (আ.) জামানার তিন বন্ধু ও স্বর্ণপিণ্ড নিয়ে সুন্দর গল্প শুনলাম। অবিশ্বাস আর লোভ এমন করুণ পরিণতিই নিয়ে আসে। কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। আর এক্ষেত্রেও ঠিক তাই ঘটল। তারপর অলস ও লোভী কৃষক আর স্বপ্নে দেখা গুপ্তধনের গল্প শুনলাম। আসলেই অলসতা আর লোভ ত্যাগ করে পরিশ্রম করলে জীবনে সফলতা পাওয়া যায়। ঠিক যেমন অলস কৃষক তার পরিশ্রমের ফল হাতে হরে পেলো। অত্যন্ত ভালো লাগল গল্প দুটি, দারুণভাবে উপভোগ করলাম। আসলে গল্প দুটি মজার হলেও অবশ্যই শিক্ষণীয়। আমরা যদি এমন গল্প শুনে শিক্ষা নিতে পারি তবেই তার স্বার্থকতা। 

এছাড়া, আসরের শেষের দিকে কবি মতিউর রহমান মল্লিকের লেখা, মসিউর রহমানের সুরে সুন্দর একটি উপদেশ মূলক গান উপভোগ করলাম। "যে কোনো কাজ করো ভাই, যে কোনো কাজ করো" শিরোনামের ঢাকার অনুপম সাংস্কৃতিক সংসদের একঝাঁক শিশু শিল্পীর কণ্ঠে গানটি খুবই সুন্দর ছিল। 

রংধনু আসরের এ পর্বটিও সুন্দরভাবে গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। আশরাফুর রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ।

রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আবারও কথা হবে ইনশাআল্লাহ। ত্রুটি মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন। সুন্দর ও সুস্থ থাকবেন। আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো। খোদা হাফেজ।

 

মহ: হাফিজুর রহমান
চুপী মিলন সংঘ
গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী
জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত
 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ