শ্রোতাদের মতামত
'জনমানুষের জীবনমান উন্নয়নে রেডিও তেহরান জড়িয়ে আছে নিবিড়ভাবে'
প্রিয় ভাই-বোন, রেডিও তেহরানের সকল শ্রোতা, সম্প্রচারকারী, কলাকুশলী ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভ কামনা।
রেডিও তেহরান বাংলাদেশে যাত্রা শুরু করার পর থেকে এ অঞ্চলের মানুষের জীবন মানোন্নয়ন, দেশের ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরাসহ সার্বিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখে আসছে। রেডিও তেহরান বাংলাদেশে নিরলসভাবে এ দেশের জনগণকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে।
রেডিও তেহরান তথ্যসমৃদ্ধ বৈচিত্র্যময় অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ, সংবাদ সম্প্রচারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় একনিষ্ঠভাবে নিরন্তর সেবা পৌঁছে দিয়েছে। একইসঙ্গে সমসাময়িক ও যুগের চাহিদা মেটাতে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে তালমিলিয়ে বর্তমানে রেডিও তেহরানের অনুষ্ঠান ইন্টারনেটে দেশের পাশাপাশি বহির্বিশ্বের শ্রোতার কাছেও পৌঁছে যায়। জনমানুষের কাছে নানা তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে রেডিও তেহরান জড়িয়ে আছে নিবিড়ভাবে।
রেডিও তেহরান গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। গণতান্ত্রিক অধিকার রক্ষায়, তথ্যের অবাধ প্রবাহ বৈচিত্র্য আনয়নে এবং দেশের সার্বিক উন্নয়নে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে রেডিও তেহরানের ভূমিকা প্রশংসনীয়। এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহার, সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রচার এবং সৃজনশীল অনুষ্ঠান রেডিও তেহরানকে আরও বেশি সংখ্যক শ্রোতার কাছে নিয়ে যায় প্রতিনিয়ত।
আমার প্রত্যাশা রেডিও তেহরান সঠিক তথ্য প্রচারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে। আমি রেডিও তেহরানের সার্বিক সাফল্য কামনা করছি।
রাশেদ আহমেদ
সদস্য,
আইআরআইবি ফ্যান ক্লাব, ঢাকা
বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫