'মনীষীদের জীবনী শ্রোতাদেরকে আলোর দিকে ধাবিত করে'
(last modified Fri, 29 Dec 2023 10:39:57 GMT )
ডিসেম্বর ২৯, ২০২৩ ১৬:৩৯ Asia/Dhaka
  • 'মনীষীদের জীবনী শ্রোতাদেরকে আলোর দিকে ধাবিত করে'

প্রিয় জনাব/জনাবা, পত্রের প্রথমেই আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। এদিকে আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

রেডিও তেহরানের বাংলা বিভাগের সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান আমার এতটাই ভালো লাগে যা আমার ক্ষুদ্র ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আর  ভালো লাগে বিশেষ করে মহামানব ও মনীষীদের জীবন ও ইতিহাসের উপর আলোচনা মূলক অনুষ্ঠানগুলো। মহামানব ও মুসলিম বিশ্বের সেরা সেরা মনীষীদের জীবন, শিক্ষা, দীক্ষা, কর্ম, গবেষণা, চিন্তা-ভাবনা সম্পর্কে জেনে আমাদের জীবন তাঁদের আদর্শে আদর্শিত করতে চাই, তাঁদের আলোয় আলোকিত করতে চাই এবং  তাঁদের চরিত্রের ন্যায় চরিত্রবান হতে চাই।

ইরানের কালজয়ী দার্শনিক, গবেষক ও চিন্তবিদ অমর মনীষী আল-ফারাবীর জীবন ও ইতিহাসের উপর সাপ্তাহিক ধারাবাহিকের সমস্ত পর্বগুলো শুনে আল-ফারাবী সম্পর্কে অনেক তথ্য জানতে পেরে নিজেকে ধন্য মনে করেছি।

শ্রোতাদের মন ও মননের উপর চিন্তা করে আবারো ইরানের খোরাসানের বিখ্যান নিশাপুরে জন্মগ্রহণকারী বিশ্বখ্যাত মুসলিম সেরা জোতির্বিজ্ঞানী, চিন্তাবিদ, দার্শনিক, অংকশাস্ত্রবিদ, কাব্যিক কিংবদন্তী অমর সূফি সাধক ওমর খৈয়ামের জীবন ও ইতিহাসের উপর সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান প্রচার ও পরিবেশন করার জন্য বাংলা বিভাগের কর্মী ভাই-বোনদের সাধুবাদ জানাচ্ছি। ওমর খৈয়াম বলেছেন-

"নগদ যা পাও হাত পেতে নাও,

 বাকির খাতা শূন্য থাক।

 দূরের বাদ্য লাভ কী শুনে,

 মাঝখানে যে বেজায় ফাঁক"।

এখন থেকে সপ্তাহের প্রতি শনিবারে ইরানের কালজয়ী মুসলিম বিশ্ব সেরা অমর দার্শনিক, চিন্তাবিদ, গাণিতিক, কাব্যিক সূফি সাধক গিয়াস উদিন অবুল ফাতেহ ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম নিশাপুরির শিক্ষাজীবন, কর্মজীবন, সাধনাজীবন, জ্ঞান-বিজ্ঞান ও বহুমুখী জীবনের নানা দিক সম্পর্কে আমাদের সামনে তুলে ধরলে আমরা এই মহান আলোকিত ব্যক্তির জীবন ইতিহাস জেনে নিজেদের জীবনকে আলোর দিকে ধাবিত করতে সক্ষম হবো। ধন্যবাদান্তে -

 

আপনাদেরই গুণমুগ্ধ সিনিয়র শ্রোতাবন্ধু-

 

মোখলেছুর রহমান

খাদিমপুর বাজার

জেলা : কুষ্টিয়া. বাংলাদেশ॥

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ