'দিশেহারা মনটাকে হালকা করার জন্য রেডিও তেহরান শুনে থাকি'
আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার স্বামী মতিউর রহমান গত ২৭/৭/২০২০ তারিখে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মাত্র ৩১ বছর বয়সে তার অকাল মৃত্যুতে আমার হৃদয় ভীষণভাবে শোকাহত ও ভারাক্রান্ত। বর্তমানে একমাত্র সন্তান আরিফুর রহমান নিয়ে পিতৃগৃহে অবস্থান করছি। মনটাকে হালকা করার জন্য রেডিও তেহরান-এর বাংলা অনুষ্ঠান নিয়মিত না হলেও মাঝেমধ্যে শুনে থাকি।
আব্বুর সহযোগিতা নিয়ে অনলাইন ক্যুইজ প্রতিযোগিতার চতুর্থ পর্বে অংশগ্রহণ করেছিলাম। ফলাফল প্রকাশিত হওয়ার পর বিজয়ীদের তালিকায় আমার নামটি দেখে অভিভূত হলাম। কী বলে আমি আপনাদের ধন্যবাদ জানাব ভেবে পাচ্ছি না। দেড় দশকের ও আগে আমার আব্বুর সাথে আপনাদের রংধনুর আসর শোনার মধ্য দিয়েই আমার বেতার জগতের সঙ্গে পরিচয় ঘটে। তারপর পড়াশোনা, বৈবাহিক জীবন ইত্যাদির ভিড়ে রেডিও শোনায় বেশ টানাপোড়েন চলে। বর্তমানে এক শূন্য হৃদয়ে দিশেহারা জীবন নিয়ে মাঝে মাঝে শুনে থাকি ফেসবুকে আপনাদের অনুষ্ঠান।
অনুষ্ঠানে অনেক বৈচিত্র্য এসেছে। সোমবারের প্রিয়জনের কলেবর বৃদ্ধি পেয়েছে, শ্রোতাদের সাথে টেলিফোনে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, শ্রোতাদের দীর্ঘ দিনের দাবি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এক কথায় অনুষ্ঠানের গুণগত মান অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু তবুও অতীতের সেই নব ঘুরিয়ে ঘুরিয়ে রেডিওর শোনা আর নিয়মিত ডাকযোগে বাংলা নিউজ লেটার, ভিউ কার্ড, স্টিকার, ইমাম খোমেইনীর ফটোসহ নানান স্যুভেনির পাওয়ার যে আনন্দ তা যেন কিছুতেই ফিরে পাচ্ছি না বর্তমানের এই ইন্টারনেটের যুগে। সোনালী সেই দিনের স্মৃতিগুলি মনের গভীরে দাগ কেটে যেন বিদ্রুপ করছে বর্তমানকে। যাইহোক সময়ের সাথে সাথ রেখেই যখন এগোতে হবে ভবিষ্যতের দিকে তখন অতীতকে আর আঁকড়ে ধরে মনের ভার বাড়িয়ে লাভ নেই।
বর্তমানে অনুষ্ঠানের রিসেপশন মান বেশ ভালো। আগামীতে রেডিও তেহরান-এর বাংলা অনুষ্ঠান আরও সুন্দর ও হৃদয় গ্রাহী হয়ে উঠবে, শ্রোতাদের মনের খোরাক যোগাবে, বিশ্ব অঙ্গনে অশুভ পরাশক্তিগুলোর মুখ থেতো করে বিশ্ববাসীর কাছে নিয়ে আসবে এক অনাবিল শান্তির বার্তা।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার স্বামীর রুহের জন্য মাগফিরাত কামনা করবেন। আর এই কামনায় ইতি টানলাম আজকের লিখায়।
শুভেচ্ছান্তে,
পারভিনা নাসরিন
ফ্যামিলি রেডিও লিসনার্স ক্লাব
গ্রাম: নওপাড়া, পোস্ট: নওপাড়া শিমুলিয়া
জেলা মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।