'রেডিও তেহরানের প্রতি এক গভীর ভালোবাসা জন্মে গেল'
https://parstoday.ir/bn/news/letter-i84325
বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ সর্বসময় অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করার জন্য রেডিও তেহরানের সমস্ত কলা-কুশলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
নভেম্বর ০১, ২০২০ ২৩:০২ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের প্রতি এক গভীর ভালোবাসা জন্মে গেল'

বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ সর্বসময় অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করার জন্য রেডিও তেহরানের সমস্ত কলা-কুশলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

আমার জন্য অত্যন্ত কষ্টকর একটি বিষয় হলো- রেডিও তেহরানের বর্তমান সার্ভিস সম্পর্কে আমার কোনো ধারণা বলতে গেলে ছিল না। ছোটবেলায় আমার এক খালাত ভাইয়ের কাছে রেডিও তেহরানের কথা বারবার শুনতে পেতাম। প্রযুক্তিগত জ্ঞান স্বল্পতার কারণে সে সময় রেডিও তেহরানের সাথে সখ্যতা হয়ে উঠেনি। তবে আমার নামটার মধ্যেই কেন জানি একটা অন্যরকম আবেগ কাজ করত। সেই আবগের কৌতূহলে আবার খুঁজতে শুরু করলাম রেডিও সার্ভিস তেহরান সম্পর্কে জানতে।

ছোটবেলা থেকে নাম শুনলেও রেডিও তেহরানের বর্তমান সার্ভিস সম্পর্কে জানতে পারলাম মাত্র কয়েকদিন আগে। জানা মাত্রই আপনাদের সুন্দর সাবলীল উপস্থাপনায় প্রতিটি সংবাদ, ওয়েবসাইটের প্রতিবেদন বিশেষ করে শ্রোতাদের কথা এত গুরুত্ব সহকারে প্রিয়জনে প্রকাশ হতে দেখে রেডিও তেহরানের প্রতি এক গভীর ভালোবাসা জন্মে গেল।

অন্যান্য সংবাদ মাধ্যমে জনগণের মতামতকে যেখানে এত গুরুত্ব দেয়া হয় না সেখানে এত বড় সংবাদ মাধ্যম হয়েও শ্রোতাদের মতামত এবং ভাবনা এত গুরুত্ব সহকারে প্রচার এবং শ্রোতাদের জন্য বিভিন্ন কুইজের আয়োজন করে পুরস্কৃত করা- সবকিছু দেখে আমি সত্যিই অভিভূত। রেডিও তেহরানের প্রতি এই ভালবাসা থেকে এখন নিয়মিত শুনে যাচ্ছি আপনাদের অনুষ্ঠানগুলো এবং আগামীতেও শুনব এই কামনা করছি।

 

মাকামে মাহমুদ চৌধুরী

সৈয়দপুর, নীলফামারী, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।